বাংলা হান্ট ডেস্ক: নিজেদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়াতে অনেকেই নিয়মিতভাবে বিভিন্ন ধাঁধার সমাধান করেন। পাশাপাশি, এই কঠিন সব ধাঁধার সঠিক সমাধানের পর মেলে অদ্ভুত এক তৃপ্তি। এছাড়াও, এটি মস্তিষ্কের অন্যতম একটি ব্যায়াম হিসেবেও পরিগণিত হয়। এমতাবস্থায় বর্তমানে অপটিক্যাল ইলিউশন অর্থাৎ “চোখে ধোঁকা” দেওয়ার মত ছবিগুলি যথেষ্টভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নির্দিষ্ট ধরণের একটি প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয়।
মূলত, নেটমাধ্যমে প্রতিদিন এমন কয়েক হাজার ছবি আপলোড করা হয়, যেগুলির সঠিক সমাধান করতে রীতিমতো কালঘাম ছুটে যায় নেটিজেনদের। কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে ৯৯ শতাংশ মানুষই সঠিক উত্তর দিতে পারেন না। তবে, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরনের ধাঁধার সমাধান করতে পারেন। ঠিক সেইরকমই এক ছবি এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যা তুলে ধরা হল আপনাদের সামনে।
সম্প্রতি সামনে আসা ওই ছবিটিতে দেখা গিয়েছে যে, একটি গাছের ডাল এবং পাতার ভিড়ে লুকিয়ে রয়েছে একটি পাখি। আর সেই ছোট্ট পাখিটিকে খুঁজতেই ভিড় জমাচ্ছেন নেটিজেনরা। এমনকি চাইলেও এই ছবির সমাধান করতে গিয়ে সফল হচ্ছেন না অনেকেই। আপনিও চেষ্টা করতে পারেন সমাধানের জন্য। তবে না পারলেও চিন্তা নেই। কারণ আমরা বর্তমান প্রতিবেদনে পাখিটির সঠিক অবস্থান সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনাকে।
মূলত, ছবিটিতে থাকা গাছের পাতার রং এবং সেগুলির আকৃতির সঙ্গে পাখিটি হুবহু মিলে যাওয়ায় তা চোখে পড়ছেনা সহজে। তবে, ভালোভাবে পর্যবেক্ষণ করলে পাখিটিকে দেখতে পাওয়া যাবে। গাছের ডালেই বসে রয়েছে সেটি।
নিচের ছবিটিতে দেখে নিন পাখিটিকে:
ছবিটিকে সামগ্রিকভাবে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, ছবিটির ডানদিকে একটু উপরের দিকে দু’টি পাতার ঠিক মধ্যবর্তী অংশে পাখিটিকে দেখা যাচ্ছে। ভালোভাবে বোঝার জন্য সেটিকে একটি লাল রঙের বৃত্ত দিয়ে দেখানো হয়েছে। এমনকি, পাখিটির লেজটিও স্পষ্টভাবে দেখা গিয়েছে সেখানে। আর এই ছবিটিরই সমাধান করতে গিয়েই দৃষ্টিভ্রমের শিকার হয়েছেন অধিকাংশজন।