কবে থেকে ট্র্যাকে ছুটবে আরও অত্যাধুনিক কমলা রঙের বন্দে ভারত? দিনক্ষণ ঘোষণা করল রেল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সেমি হাই স্পিড ট্রেন। তবে, ইতিমধ্যেই এই ট্রেনের রঙেও পরিবর্তন করা হয়েছে। এমতাবস্থায়, এবার ওই নতুন রঙের বন্দে ভারতই সামনে আসতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নতুন কমলা-সাদা রঙের বন্দে ভারত ট্রেন আগামী শনিবার অর্থাৎ ১৯ অগাস্ট চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আত্মপ্রকাশ করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন ট্রেনটিতে বেশ কয়েকটি উদ্ভাবনী সুরক্ষা এবং অতিরিক্ত প্রযুক্তিগত বৈশিষ্ট্য থাকবে বলে অনুমান করা হচ্ছে।

ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, নতুন আটটি কোচের বন্দে ভারত ট্রেনগুলিতে কমলা রঙের আকর্ষণীয় বাইরের অংশ ছাড়াও থাকবে সিট রিক্লাইনিং অ্যাঙ্গেল, মোবাইল চার্জিং পয়েন্টগুলিতে আরও ভালো অ্যাক্সেস, এক্সিকিউটিভ চেয়ার কার কোচের জন্য বর্ধিত ফুটরেস্ট এবং বেসিনের উন্নতিও চোখে পড়বে। এগুলি ছাড়াও, যাত্রীরা আরও ভালো টয়লেটের আলো, টাচ সেন্সিটিভ রিডিং ল্যাম্প এবং উন্নত রোলার ব্লাইন্ড ফ্যাব্রিকের সুবিধা পাবেন।

   

Orange colored Vande Bharat is coming forward

এদিকে, বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য উন্নত কার্যকারিতার পরিপ্রেক্ষিতে, নতুন বন্দে ভারত ট্রেনে ড্রাইভিং ট্রেলার কোচে হুইলচেয়ার সংযুক্ত করার জন্য ফিক্সিং পয়েন্ট এবং একটি অ্যান্টি-ক্লাইম্বিং ডিভাইস থাকছে। যা নিরাপত্তা বৃদ্ধি করবে।

আরও পড়ুন: লাগবে না কোন বিনিয়োগ! এই পাঁচটি ব্যবসা শুরু করুন আজই, দুদিনে হয়ে যাবেন মালামাল

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগেই জানিয়েছিলেন, যে এই দেশীয় ট্রেনের ২৮ তম রেকের নতুন রঙ “ভারতীয় ত্রিবর্ণ দ্বারা অনুপ্রাণিত” হয়েছে। উল্লেখ্য যে, ২০২২ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ICF ১৯৫৫ সালে তার সূচনালগ্ন থেকে ৭০,০০০-এরও বেশি কোচ তৈরি করার গৌরব অর্জন করেছে। যা বিশ্বের যেকোনো যাত্রীবাহী কোচ প্রস্তুতকারকের দ্বারা সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভারতে এবার সিলিং ফ্যানের জন্য এসেছে কড়া আইন, না মানলেই পড়বেন বড় বিপদে

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারতের প্রথম ট্রেনের উদ্বোধন করেন। যেটি দিল্লি ও বারাণসীর মধ্যে চলাচল করছে। এটি প্রথমে “ট্রেন 18” নামে পরিচিত ছিল। পাশাপাশি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে আমাদের দেশে ২৫ টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা প্রদান করছে। যার মধ্যে ১৮ টি ট্রেন চলতি বছরেই চলাচল শুরু করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর