বাংলা হান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পাঠান’। গোটা দেশ তথা গোটা বিশ্ব জুড়ে চলছে এই ছবি নিয়ে আলোচনা। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ফিল্ম ক্রিটিকদের জলসা। সবেতেই এখন রাজ করছে ‘পাঠান’। আর এসবের মাঝেই খুশির খবর শুনিয়েছেন অভিনেত্রী।
অস্কার ২০২৩-এ সঞ্চালিকার দায়িত্ব সামলাবেন ভারতীয় এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরেছেন অস্কার ২০২৩-এর উপস্থাপকদের নামের তালিকা। সেই তালিকায় ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন দীপিকা। তাঁর জন্য গর্বে বুক ফুলেছে গোটা দেশবাসীর। দীপিকার সেই খবর নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
View this post on Instagram
তিনি লেখেন, ‘ বলিউড জগতের আচ্ছে দিন এসে গেছে। আমি বর্তমানে আমেরিকায় আছি ‘দ্য কাশ্মীর ফাইলসের’ জন্য। এখানে এসেই বুঝতে পারছি এখন সকলেরই নজর রয়েছে ভারতের ওপর। এই দেশ এখন গোটা বিশ্বের কাছে আকর্ষণীয়’।
While travelling with #TheKashmirFiles in USA & overwhelming response of Americans, I had said that now everyone wants to increase their footprint in India. India is now the most lucrative, safe and growing market of the world.
This is the year of Indian cinema. #AchcheDin https://t.co/1HNz3jU1TD
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 3, 2023
দীপিকার পাশাপাশি এই তালিকায় জায়গা পেয়েছেন ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও।
চলতি মাসের ১২ তারিখ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ডলি থিয়েটারে। এবারের অস্কার অনুষ্ঠানে কেবলই ভারতীয়দের জয়জয়কার। কারণ লড়াইয়ে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। এছাড়াও লড়াইয়ের তালিকায় নাম রয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ছবি এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবি।