বাংলাহান্ট ডেস্ক: ৯৪ তম অস্কার অ্যাওয়ার্ডস (Oscars) নিয়েই চর্চা চলছে কয়েকদিন ধরে। সৌজন্যে, সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের সপাটে চড়! কিন্তু যে কারণে অস্কার অনুষ্ঠান স্মরণীয় হয়ে ওঠার কথা ছিল সেটাই হল না! অস্কারের মঞ্চে সারা বিশ্বের প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পীদের শ্রদ্ধা জানানো হলেও বাদ পড়েন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও দিলীপ কুমার (Dilip Kumar)।
গত বছর ও চলতি বছরের শুরুতে যেসব শিল্পীরা ইহলোক ত্যাগ করেছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় অস্কারের মঞ্চে। কিন্তু অদ্ভূত ভাবে সেখানে নাম ছিল না সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। গত বছরের জুলাই মাসে প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা আর চলতি বছরের শুরুতেই আমরা হারিয়েছি সুরসম্রাজ্ঞীকে।
হিন্দি সিনেমার একজন অন্যতম পথপ্রদর্শক ছিলেন দিলীপ কুমার। ৯৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা একাধিক নামে বিখ্যাত চলচ্চিত্র জগতে। ভারতের প্রথম ‘মেথড অভিনেতা’, ট্র্যাজেডি কিং বলা হত তাঁকে। ৫৪ বছরের ফিল্মি কেরিয়ারে সেরা অভিনেতা হিসাবে ৮ টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন দিলীপ কুমার।
এছাড়াও পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। অন্যদিকে পদ্মভূষণ, পদ্ম বিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এমন দিকপাল দুজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানো হল না অস্কারের মঞ্চে।
দেশবাসী স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এই ঘটনায়। অনেকেই লিখেছেন, অস্কারের মঞ্চে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হবে বলেই আশা করেছিলেন তারা। কিন্তু সেটা না হওয়ায় হতবাক সকলে। এতে দিলীপ কুমার ও লতা মঙ্গেশকরকে অসম্মান করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা।