‘উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা ও সমস্ত সোনার মালিক পার্থ’, জেরায় স্বীকার অর্পিতার! দাবি সূত্রের

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) প্রতিদিনই যেন নতুন নতুন ঘটনা ঘটছে। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। একটি ফ্ল্যাট থেকে কমপক্ষে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অনেকেই দাবি করছেন এই টাকার পরিমাণ ২৮ কোটি। সবমিলিয়ে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করলো ইডির (ED) তদন্তকারী আধিকারিকরা।

গতকাল সারা রাত জুড়ে যেন রীতিমতো ভোটের ফলাফলের মতো গণনা চলছিল। অবশেষ ভোর চারটেয় সময় শেষ হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ফ্ল্যাটে টাকা গণনার কাজ। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে, তা নিয়ে ইডির এক আধিকারিক জানান, ‘২৭ কোটি ৯০ টাকা, প্রায় পাঁচ কিলোগ্রাম সোনা, রুপোর কয়েন, দলিল এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।’ ইডি সূূত্রে খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগার, আলমারি থেকেও টাকা উদ্ধার করা হয়েছে। আবাসন কমিটির সম্পাদক অঙ্কিত চুরারিয়া জানিয়েছেন, মোট ২৭.৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে পাঁচ কিলোগ্রামের মতো সোনাও পাওয়া গেছে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসে আটটি ট্রাঙ্কে ভর্তি করে এই টাকা নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারিতে চলছে টাকা নামানোর কাজ। ইডির আধিকারিকরা বলেন, টাকা উদ্ধারের পর অর্পিতা মুখোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় এই টাকার উৎস। এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন অর্পিতা। এমনকি জিজ্ঞাসাবাদের সময় কেঁদেও ফেলেন অর্পিতা।

একাধিক রিপোর্ট মারফত জানা যাচ্ছে, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যত টাকা পাওয়া গিয়েছে, সেটা পার্থ চট্টোপাধ্যায়েরই। জেরায় এমনই দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডির সূত্র মারফত জানা যায়, অর্পিতা দাবি করেছেন যে পার্থের কর্মীরা ফ্ল্যাটে এসে টাকা রেখে যেতেন। কত টাকা রাখতেন, তা জানা ছিল না তাঁর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ‘অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ওঁকে বহিষ্কার করা উচিত।’

সূত্রের খবর, টাকা কার স্বীকার করেছেন অর্পিতা। তিনি জানিয়েছেন যে, ওই টাকা ওনার নয়। অর্পিতা আরও বলেছেন যে, ওই রুমে তাঁর যাওয়া বারণ ছিল। অর্পিতা বলেছেন, টাকা রাখা হত জানতাম, কিন্তু এত টাকা থাকবে এটা ঘুণাক্ষরেও টের পাইনি।”


Sudipto

সম্পর্কিত খবর