বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি দীর্ঘদিন মাঠে না নামতে পারলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আজও বিশ্বাস করেন যে এইমুহূর্তে ভারতের সর্বশ্রেষ্ঠ পেসার হলেন যশপ্রীত বুমরা (Jaspreet Bumrah)। ভারতীয় দলকে (Team India) যদি ঘরের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ জিততে হয় তাহলে বুমরাকে দলে প্রয়োজন এমনটা অনেকেই বিশ্বাস করেন আজও। যদিও তার নিন্দুকরা বেশ কয়েক মাস ধরেই বলে আসছেন যে এত চোটপ্রবণ ক্রিকেটারের ওপর নির্ভরতা তৈরি করা মানে ভারতেরই ক্ষতি। কিন্তু তবুও বুমরাকে বাদ দিয়ে এখনো বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না অনেকেই।
গত জুলাই মাস থেকে পিঠের চোটে ভুগছেন এই তারকা পেসার। এশিয়া কাপের আগে ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিল, তখন বুমরা বিশ্রামে থাকা সত্ত্বেও চোটের কবলে পড়েছিলেন। এরপর এশিয়া কাপ সম্পূর্ণ হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তার প্রত্যাবর্তন ঘটেছিল এবং তিনি একটি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। কিন্তু ওই ম্যাচটি খেলার পরেই ফির নিজের পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি এবং সেই যে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তারপর আজও তিনি সম্পূর্ণ সুস্থ হননি। আসন্ন আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও মাঠে নামা হবে না তার।
কিন্তু কেন এত ঘনঘন চোট পাচ্ছেন বুমরা। এই ঘটনার ব্যাখ্যা এবার দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। বর্তমানে পাকিস্তান জাতীয় দলের হয়ে আর সুযোগ না পেলেও পাকিস্তান সুপার লিগে তিনি জমিয়ে ক্রিকেট খেলছেন। আমি জানিয়েছেন যে তিনি মনে করেন যে, বুমরা বহুদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্রিকেট খেলে গিয়েছে, যে ধকল তার শরীর নিতে পারেনি।
তিনি আরও বলেছেন, “পিঠ এবং হাঁটুর চোট হল বোলারদের কাছে এমন দুটি দুঃস্বপ্ন যা আমি নিজের চরম শত্রুর জন্যও কামনা করব না। এই চোটগুলি কোন ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি আশা করব ভোমরা শক্তিশালী ভাবে পরিস্থিতির সম্মুখীন হবে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।”
ভারতীয় দল চলতি বছরে অনেকগুলি ওডিআই সিরিজ খেলবে। তার মাঝে থাকছে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কিন্তু সেই ফাইনালের জন্য বুমরা যে ভারতীয় দলে ফিরতে পারবে না এমনটা কেউই আশঙ্কা করছেন না। বিশ্বকাপের অন্তত দুমাস আগে তিনি সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে তাকে বিশ্বকাপের জন্য নির্বাচিত দলে জায়গা দেওয়া উচিত কিনা সেই নিয়ম প্রশ্ন তুলছেন অনেকেই।