পাক ব্রিগেডের উপর ভরসা নেই! T20 বিশ্বকাপ জিততে ‘সেনা’র দ্বারস্থ PCB, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) ‘অ্যাবোটাবাদ’ (Abbottabad) নামটা ভীষণ পরিচিত। কারণ জঙ্গি সংগঠন আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন তার জীবনের শেষ কয়েকটা দিন এখানেই কাটিয়েছিলেন। আর এবার প্রশিক্ষণের জন্য সেই অ্যাবোটাবাদে পৌঁছাল পাকিস্তান ক্রিকেট দল। পাক ব্রিগেড এখানে দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ শিবির করছে। আর তাও কী না সেনাবাহিনীর সাথে।

গত বছর এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান (Pakistan)। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে পাক ব্রিগেডকে চাঙ্গা করে তুলতে সেনা স্কুলে পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB)। মূলত বাবর আজমদের ফিটনেস বাড়ানোর জন্যই এই ব্যবস্থা। সম্প্রতি সেখান থেকে বেশকিছু ভিডিও-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, পাথর মাথায় উঁচু পাহাড়ে চড়ছে পাক ক্রিকেটাররা। কোথাও আবার উঁচু পাঁচিল টপকাচ্ছেন। মূলত সেনাদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয়, সে সবই করানো হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের দিয়ে‌। আর এই সবই হচ্ছে আর্মি প্রধানদের কড়া নজরদারির মধ্যে।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোলিং। কেউ বলছে, ‘ব্যাস এটাই দেখার বাকি ছিল। এবার সেনাদের ভরসায় মাঠে নামবে পাকিস্তানের ক্রিকেট টিম‌। তো কেউ বলছে, ‘বাবর আজমদের না পাঠিয়ে পাক আর্মিদের পাঠালেই তো হয়।’ এইদিন অলরাউন্ডার সাজাব খানকে এই ট্রেনিং কেমন লাগছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘একদমই নয়।’

এছাড়াও PCB চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তান আর্মিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের ক্রিকেটারদের সাহায্য করতে এগিয়ে আসার জন্য পাকিস্তান সেনাকে অভিনন্দন। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার মান অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা শৃঙ্খলাবোধ তৈরি হবে ছেলেদের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকার মাটিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার আগে ক্রিকেটারেরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর