এশিয়া কাপের ট্রফি “চুরি” করার পুরস্কার? মহসিন নকভিকে গোল্ডে মেডেল দিচ্ছে পাকিস্তান

Published on:

Published on:

Pakistan awards gold medal to Mohsin Naqvi.

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্কের আবহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ওই ট্রফি নিজের কাছে রেখেছেন পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ডের প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভি। আর এই কৃতিত্বের জন্যই এবার তিনি পেতে চলেছেন গোল্ড মেডেল! হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদম সত্যি।

মহসিন নকভিকে গোল্ডে মেডেল দিচ্ছে পাকিস্তান (Pakistan):

রিপোর্ট অনুসারে, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে “দৃঢ় ও নীতিগত অবস্থানের” জন্য নকভিকে শহিদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল প্রদান করা হবে। জানিয়ে রাখি যে, এশিয়া কাপ শিরোপা জয়ের পর, টিম ইন্ডিয়া নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। এদিকে, ট্রফি নিয়ে মাঠ ছাড়ার আগে তিনি মঞ্চে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। তবে, ভারতীয় খেলোয়াড়রা ট্রফি ছাড়াই তাদের জয় উদযাপন করেছিলেন।

Pakistan awards gold medal to Mohsin Naqvi.

দ্য ইন্ডিপেন্ডেন্টের এক রিপোর্ট অনুসারে, সিন্ধু ও করাচি (Pakistan) বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস নকভির গোল্ড মেডেল পাওয়ার ঘোষণা করেছেন। জামাল বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও ক্রীড়া উত্তেজনার মধ্যে নকভির পদক্ষেপ “জাতীয় গর্ব পুনরুদ্ধার” করেছে। তিনি বলেন, ওই অনুষ্ঠানে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির প্রধান অতিথি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বড় চমক Apple-এর! আসছে নতুন iPhone, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, কবে হবে লঞ্চ?

উল্লেখ্য যে, ইতিমধ্যেই BCCI মহসিন নকভির স্টেডিয়াম থেকে ট্রফি নিয়ে যাওয়ার বিষয়টির তীব্র বিরোধিতা করে এবং তাঁকে ACC সভাপতির পদ থেকে অপসারণের দাবিও করে। তবে, নকভি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, ভারতীয় দল যদি ট্রফিটি চায়, তাহলে তারা ACC-র অফিস থেকে নিতে পারে।

আরও পড়ুন: হিসেবে গরমিল! আদানির এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন আয়কর দফতরের, হল ২৩ কোটির জরিমানা

নকভি “X” মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, “ACC সভাপতি হিসেবে, আমি একই দিনে ট্রফি হস্তান্তর করতে প্রস্তুত ছিলাম এবং এখনও প্রস্তুত। যদি তারা সত্যিই এটা চায়, তাহলে তারা ACC অফিসে এসে আমার কাছ থেকে এটা নিতে পারে। আমি কোনও ভুল করিনি, আর BCCI-এর কাছেও ক্ষমা চাইব না।” এমতাবস্থায়, পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে নকভির এহেন অবস্থান প্রশংসিত হয়েছে। সেই কারণেই তাঁকে গোল্ড মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।