নিজের পরম বন্ধু চীনকেও ধোঁকা দিয়ে দিলো পাকিস্থান, নিলো বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে যেতে এর আগেও দেখা গিয়েছে পাকিস্তানকে (Pakistan)। কথা দিয়েও একাধিকবার কথা রাখেনি তারা। এবার ফের একবার এমনই এক জলজ্যান্ত দৃষ্টান্ত দেখল চীন (China)। কার্যত এই ঘটনা তাদের বড় ধাক্কা দিলও বলা চলে। বর্তমানে এশিয়াতে চীনের বড় বন্ধু দেশ অবশ্যই পাকিস্তান। এমনকি তাদের সূত্র ধরেই আফগানিস্তানে তালেবানদের সাথেও ডিল করেছে চীন।

কিন্তু এবার এই বন্ধু পাকিস্তানের কাছেই বড় ধাক্কা খেলো শি জিনপিং সরকার। আসলে পাকিস্তান একটি বড় সমরাস্ত্র চুক্তি করেছিল চীনের সঙ্গে। যার জেরে চীনের থেকে অত্যাধুনিক বেশকিছু ট্যাংক কিনছিল তারা। কিন্তু সেই ট্যাংকের প্রথম ব্যাচ আসার পরেই এবার কার্যত মুখ ঘুরিয়ে নিল ইমরান খান সরকার। যার জেরে চীনের প্রত্যাশাতেও বড় আঘাত দিল পাকিস্তান। কারণ চীন চাইছিল পাকিস্তানকে সমরাস্ত্র বিক্রির পর অন্যান্য দেশেও বড় মাত্রায় এই ট্যাংকগুলি বিক্রি করবে তারা।

কিন্তু ইমরান খান সরকার বর্তমানে ঘুরে গিয়েছে ইউক্রেনের দিকে। ইউক্রেনে তৈরি টি-৮৪ ট্যাংকগুলির প্রতিই এখন আগ্রহ বেড়েছে তাদের। যার ফলে চীনের তৈরি সমরাস্ত্র থেকে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে নিয়েছে তারা। ভিতরে ভিতরে এই নিয়ে ক্ষুব্ধ হলেও আপাতত এই ঘটনাকে বড় বিষয় করতে চাইছে না লাল ড্রাগন। কারণ ভারতকে চাপে রাখার জন্য ইমরান খানদের বন্ধুতা প্রয়োজন চীনের।

China build 2,000 km long wall on Myanmar border

আর সেই কারণেই এই মুহূর্তে এই সমরাস্ত্র চুক্তি বাতিলকে কেমন বড় বিষয় হিসেবে দেখছে না তারা। তবে এই ঘটনায় চীনের ব্যবসা যে বড় আঘাত পেল এ নিয়ে কোন সন্দেহ নেই। এখন আগামী দিনে চীন এবং পাকিস্তানের বন্ধুতা কোন দিকে গড়ায় সে দিকেই নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর