বাংলা হান্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-এ হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান (Pakistan)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ আমানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে পাকিস্তান ২৮২ রানের টার্গেট দিয়েছিল। যার জবাবে ভারতীয় দল ৪৭.১ ওভারে মাত্র ২৩৭ রান তুলতে পারে। পাকিস্তানের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহজাইব।
জয় দিয়ে সফর শুরু করল পাকিস্তান (Pakistan):
উল্লেখ্য যে, শাহজাইব অত্যন্ত সাহসের সাথে ভারতীয় বোলারদের মোকাবিলা করেন। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের হয়ে, শাহজাইব এক ইনিংসে সর্বাধিক রান এবং সর্বাধিক ছক্কার রেকর্ড করেছেন। তাঁর সেঞ্চুরি ইনিংসের সময়, তিনি ১৪৭ বল খেলেন এবং ১০ টি ছক্কা এবং ৫ টি চার মেরেছিলেন। পাকিস্তানের (Pakistan) ইনিংসের শেষ ওভারে তাঁকে নিজের শিকারে পরিণত করেন সমর্থ নাগরাজ।
২৮৩ রানের টার্গেট তাড়া করা ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। শুধু তাই নয়, টিম ইন্ডিয়া তিন শীর্ষ ব্যাটার মাত্র ৫১ রান যুক্ত করে প্যাভিলিয়নে ফিরে যান। এই চাপের এই মুহূর্তে, নিখিল কুমার (৬৭) দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন এবং ৬ টি চার ও ৩ টি ছক্কা মেরে দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। নাভিদ আহমেদ খানের বলে স্টাম্পড হন তিনি।
Pakistan U19 begin their #ACCMensU19AsiaCup campaign on a winning note!
43-run victory achieved over India U19 #PAKvIND | #PakistanFutureStars pic.twitter.com/N3RcMEscfZ
— Pakistan Cricket (@TheRealPCB) November 30, 2024
এদিকে, লোয়ার অর্ডারে মো আনান (৩০) ২ টি চার ও ২ টি ছক্কা মেরে জয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও পাকিস্তানি বোলারদের সুশৃঙ্খল পারফরম্যান্সের কারণে পুরো দলই আউট হয়ে যায়। পাকিস্তানের (Pakistan) হয়ে আলী রাজা সর্বোচ্চ ৩ টি উইকেট নেন এবং আব্দুল সুবহান ও ফাহাম উল হক ২ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: WTC-র পয়েন্ট টেবিলে অঘটন! আচমকাই এগিয়ে গেল এই দল, বিপদের সম্মুখীন ভারত-অস্ট্রেলিয়া
এর আগে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান যোগ করে। যেখানে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার শাহজাইব খান। তিনি ১৪৭ বলে ১৫৯ রান করেন। সমর্থ নাগরাজ ৩ টি এবং আয়ুশ মাত্রে ২ টি এবং কিরণ চোরমলে ও যুধাজিৎ গুহ ১ টি করে উইকেট নেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান (Pakistan) দল ধীরগতিতে শুরু করলেও শাহজাইব এবং উসমান খানের (৯৪ বলে ৬০) পার্টনারশিপ দলকে ভালো জায়গায় নিয়ে। তাঁরা দু’জনেই প্রথম উইকেটে ১৬০ রানের জুটি গড়েন। ৩১ তম ওভারে উসমানকে আউট করেন নাগরাজ। শাহজাইব তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজুল্লাহর (৩৩ বলে ২৭) সঙ্গে ৭১ রান যোগ করেন। ৪৪ তম ওভারে এই জুটি ভাঙেন নাগরাজ।
আরও পড়ুন: ৩ বছর ব্যবহার করেননি ফোন! অদম্য জেদ ও অক্লান্ত পরিশ্রমে মাত্র ২৪ বছর বয়সে IAS অফিসার হলেন নেহা
শেষ ওভারে শাহজাইবকে ফাঁদে ফেলেন নাগরাজ। হারুন আরশাদ (৩), ফাহাম-উল-হক (৪) ও অধিনায়ক সাদ বেগ (৪) ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। এদিকে ফারহান ইউসুফ শূন্য রানে আউট হন। এমতাবস্থায়, গ্রুপ এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান (Pakistan)। পরিসংখ্যান অনুযায়ী, ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে বিবেচিত হয়। এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট ৮ বার ট্রফি জিতেছে ভারত।