কাশ্মীর নিয়ে উল্টো সুর পাকিস্তানের, বলল ৩৭০ হটানো ভারতে অভ্যন্তরীণ মামলা

বাংলাহান্ট ডেস্কঃ ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাক চ্যানেলের আলোচনার রিপোর্টের মাঝেই কাশ্মীর নিয়ে সুর নরম পাকিস্তানের। ইমরানের দেশে বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া ভারতের অভ্যন্তরীণ মামলা।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় কুরেশি ৩৭০ ধারাকে ভারতের অভ্যন্তরীণ মামলা বলে জানায়, এই সিদ্ধান্তর বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা চলেছে। তিনি বলেন, আমার হিসেবে ৩৭০ ধারা তুলে নেওয়া অতটা গুরুত্বপূর্ণ না। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তাহলে পাকিস্তানের জন্য কি গুরুত্বপূর্ণ? তখন তিনি বলে ধারা 35A।

কুরেশি বলেন, পাকিস্তানের কাছে 35A সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, ভারত এই ধারায় কাশ্মীরের জনসংখ্যা বদলানোর চেষ্টা করবে। উল্লেখ্য, 35A ধারা ১৯৫৪ সালে রাষ্ট্রপতির আদেশের পর সংবিধানে সামিল করা হয়েছিল। এই ধারা অনুযায়ী, জম্মু কাশ্মীর বিশেষ অধিকার পেত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর