৮ মাসের বেতনই দেওয়া হলো না, ক্ষোভ নিয়ে পাকিস্তান ছাড়লেন ডাচ কোচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে নিজের দেশে ফিরলেন পাক হকি দলের কোচ। নেদারল্যান্ডসের অধিবাসী সিগফ্রেড আকমন মে মাস থেকে নিজের জন্য বরাদ্দ বেতন পাননি বলে অভিযোগ জানিয়েছেন। দীর্ঘদিন অপেক্ষা করে পরিস্থিতির কোনও পরিবর্তন না দেখে হতাশ হয়ে দেশে ফিরে গিয়েছেন তিনি।

এই ব্যাপারে এক পাক সংবাদমাধ্যমকে পাকিস্তান হকি ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন যে শুধু বেতন পাননি এমনটা নয়, হকি ফেডারেশনের কিছু কর্মকর্তার আচরণ নিয়েও অত্যন্ত বিরক্ত ছিলেন ডাচ কোচ।

ঘনিষ্ঠ মহলেও নাকি আকমন জানিয়েছেন দল পরিচালনার ক্ষেত্রে ফেডারেশনের মাথার বার বার তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন। নিজের মনের মতো করে কাজ করার উপায় ছিল না তার কাছে। যা নিয়ে যারপনাই বিরক্ত ছিলেন তিনি।

হকি বোর্ডের আধিকারিকের কথায়, ‘‘পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে নিজের বকেয়া বেতন দেওয়ার জন্য বার বার বলেছিলেন আকমন। কিন্তু ৮ মাস কেটে গেলেও তাকে তার বেতন দেওয়া হয়নি। তাই তিনি অবশেষে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর