বাংলা হান্ট ডেস্ক: শনিবারই ভারত এবং পাকিস্তানের (Pakistan-India) মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। কিন্তু ওই ঘোষনার কয়েক ঘন্টা যেতে না যেতেই শনিবার সন্ধ্যেতেই যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শনিবার আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক স্থানে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান (Pakistan-India):
ইতিমধ্যেই শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় কার্যকর করা হয়েছে ব্ল্যাকআউট। এর পাশাপাশি, রাজস্থান থেকে শুরু করে পোখরান এবং কাশ্মীরের বারামুলায় পাক (Pakistan-India) ড্রোনগুলি করে নামানো হয়েছে।
What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
এদিকে, আন্তর্জাতিক সীমান্তে আখনুর, রাজৌরি, ও RS পুরা সেক্টরে গোলাবর্ষণ করে পাক সেনা (Pakistan-India)। এছাড়াও, জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও ঘটিয়েছে পড়শি দেশ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বারামুলায় একটি ড্রোনগুলি করে নামানো হয় এবং সেখানে সন্দেহজনক আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (UAV) শনাক্ত করা গেছে।
আরও পড়ুন: বাবা পরমাণু বিজ্ঞানী হয়েও লাদেনের সহযোগী! অথচ ছেলে পাক সেনার মুখপাত্র, অবাক কাণ্ড পাকিস্তানে
ইতিমধ্যেই বারামুলা এবং শ্রীনগরে ব্ল্যাকআউট চলছে। এদিকে, রাজৌরিতে পাক (Pakistan-India) ড্রোনের উপস্থিতি লক্ষ্য করার পাশাপাশি জম্মু অঞ্চলের সাম্বা জেলা থেকে বিমান হামলার সাইরেনের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: পাত্তাই পাবে না JF-17! পাকিস্তানের যুদ্ধবিমানের তুলনায় কতটা শক্তিশালী ভারতের রাফাল? জানুন বিশদে
সামগ্রিক পরিস্থিতি বিচার করে পাঞ্জাবের জলন্ধর এবং লুধিয়ানার প্রশাসন বাসিন্দাদের সতর্ক করেছে এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই জলন্ধর প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসাধারণকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং ব্ল্যাকআউট বজায় রাখার বিষয়েও জানানো হয়েছে।