বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো (Bharat Jodo Yatra) কর্মসূচীর। মধ্যপ্রদেশে এবার ভারত জোড়ো যাত্রায় উঠল পাকিস্তান (Pakistan) জিন্দাবাদ স্লোগান। এমনই অভিযোগ করেছেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)। এনিয়ে একটি ভিডিও টুইট করেছেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস এটা টুইট করেছিল। অপর দিকে কংগ্রেসের দাবি এই বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ভুল ভিডিও সামনে এনে তাদের বদনাম করা হচ্ছে।
অমিত মালব্য তাঁর টুইটে লেখেন, ‘রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য, রিচা চাড্ডার জনসাধারণকে আবেদন করার পর, খরগোনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠল। এক কংগ্রেস সাংসদ ভিডিয়োটি পোস্ট করেন এবং পরে অস্বস্তিকর বিষয়টি প্রকাশ্যে আসার পরে তিনি এটি মুছে দিয়েছেন।’
After Richa Chaddha’s public application to join Rahul Gandhi’s Bharat “Jodo” Yatra, “Pakistan Zindabad” (listen towards the end of the video) slogans raised in Khargon.
INC MP posted the video and then deleted it after the faux pas came to light.
This is Congress’s truth… pic.twitter.com/ZkVEkd4pCf
— Amit Malviya (@amitmalviya) November 25, 2022
এবার এই বিষয় নিয়ে কংগ্রেসের জয়রাম রমেশ জানান, ‘ভারত জোড়ো যাত্রায় জনতার প্রচুর সাড়া মিলেছে। আর সেই যাত্রাকে অপমান করার জন্যই বিজেপি যা খুশি তাই করছে। আমরা এনিয়ে আইনত ব্যবস্থা নেব। তাদের যোগ্য জবাব দেওয়া হবে।’
প্রসঙ্গত বর্তমানে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভদ্র ওই পদযাত্রায় অংশ নিয়েছেন। খারগোনে জেলা থেকেও যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আগামী ৪ ডিসেম্বর ইন্দোর, উজ্জয়িনী হয়ে এই যাত্রা রাজস্থানে প্রবেশ করবে। ওদিকে রাজস্থানেও উত্তপ্ত পরিস্থিতি কংগ্রেসের। সব মিলিয়ে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে ভারত জোড়ো যাত্রা।