ভারতের মহাকাশ অভিযান সফল হতে গিয়েও হলোনা। এই সুযোগে ভারত কে নিয়ে খিল্লি শুরু করলো পাকিস্তান।

বাংলা হান্ট ডেস্ক : পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন  আরও  একবার নিজের কুশিক্ষার প্রমাণ দিলেন । যখন ল্যান্ডার বিক্রম  চাঁদের পিঠে পা রাখার  থেকে ২.১ কিলোমিটার দূরত্বে তখন তার সঙ্গে  ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতের মিশন চন্দ্রযান-২ কোনওভাবেই ব্যর্থ নয়। এই মিশনকে  দেশবাসী এবং ইসরো ৯৫ শতাংশ সফল বলেই মনে করছে। কিন্তু প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় , পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন চন্দ্রযান-২ নিয়ে তীব্র কটাক্ষ করলেন ।  টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

IMG 20190907 132540

ফাওয়াদ হুসেন টুইটে লিখলেন, অঅঅ…যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া। ইন্ডিয়ার বদলে এন্ডিয়া লিখে তিনি বুঝিয়ে দিতে চাইলেন, ভারতের মিশন চন্দ্রযান-২ মিশন ব্যর্থতায় শেষ হয়েছে। তবে এর পরই  তাকে ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছে । কেউ লিখেছেন, অন্যের সাফল্য দেখতে আপনাকে তা হলে সারা রাত জেগে থাকতে হল! ফাওয়াদ আবার নরেন্দ্র মোদীকে মহাকাশ বিজ্ঞানী বলেও ব্যঙ্গ করলেন। পাকিস্তানের এই মন্ত্রী ভারতকে দরিদ্র দেশ বলে কটাক্ষ করলেন ।

 

IMG 20190907 132533

চন্দ্রযান-২ প্রত্যাশিত সাফল্য পায়নি । কিন্তু গোটা দেশ ইসরোর পরিশ্রম ও প্রচেষ্টাকে সেলুট জানিয়েছে । এমনকী  ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।   সাফল্যপ্রথমবারে আসেনি ঠিকই। তবে এতে চাঁদকে ছোঁয়ার ইচ্ছে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ইসরোর তরফে আগেই জানানো হয়েছিল, শেষের পনেরো মিনিট রুদ্ধশ্বাস হবে। হলও তাই। উৎকণ্ঠার প্রহর দীর্ঘায়িত হয়েছিল। বিক্রমের সঙ্গে আর যোগাযোগ রক্ষা করা যায়নি। এর পরই ইসরো কার্যত নিশ্চিত হয়ে যায়, এবারের মতো চাঁদের মাটি ছোঁয়া আর হল না। তবে এই অভিযানকে আক্ষরিক অর্থে ব্যর্থ বলা যায় না। যদিও পাকিস্তানের এই মন্ত্রীর এসব যুক্তি বা ব্যাখ্যা শোনার মতো মানসিকতা হয়তো নেই।

ad

সম্পর্কিত খবর