বাংলা হান্ট ডেস্ক : বাংলা (West Bengal) এখন আন্তর্জাতিক (International)! পাকিস্তানের (Pakistan) একটি বিখ্যাত সংবাদমাধ্যম তাদের অনলাইন ভার্সনে গতকাল ৮ জুলাই সন্ধ্যার দিকে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে ইংরেজিতে হেডিংয়ে দেওয়া হয়েছে ‘ভারতের (India) একটি গ্রামের নির্বাচনে নিহত ৭!’ এটা পরিষ্কার পশ্চিমবঙ্গে চলা পঞ্চায়েত নির্বাচনের খবরই করেছে তারা।
এই জিনিসটিই অদ্ভুত লেগেছে অনেকের কাছে। সন্নিহিত দেশগুলির কাছে কোনও দেশের সরকার নির্বাচনটা গুরুত্বপূর্ণ হতেই পারে। পঞ্চায়েত ভোটের সেই অর্থে কোনও গুরুত্ব আন্তর্জাতিক মিডিয়ায় না থাকারই কথা। তাই এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল হৈচৈ শুরু হয়।
ওই খবরের প্রথম অনুচ্ছেদেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও মৃত্যুর খবর দেওয়া হয়েছে। খবরটিতে পশ্চিমবঙ্গকে উল্লেখ করা হয়েছে ‘নির্বাচনের প্রচারে হিংসার জন্য কুখ্যাত একটি রাজ্য’ হিসাবে। খবরটিতে তথ্য সমস্ত ঠিক আছে কিনা, বা পশ্চিমবঙ্গকে যেভাবে তারা তাদের মানুষের সামনে নিশে আসছে তা কতটা যুক্তিযুক্ত– এসব বিচার-বিশ্লেষণ আলোচনার বিষয়। আসল বিষয় হল, পাকিস্তানের এক সংবাদমাধ্যমে ভারতের এক রাজ্যের পঞ্চায়েত ভোটের খবর পর্যন্ত প্রকাশিত হওয়া!
একটি রাজ্যের পঞ্চায়েত ভোটের খবর সেই দেশেরই ভিন্ন রাজ্যের সংবাদমাধ্যমে জায়গা পেতেই পারে। বিশেষত সেই রাজ্য যদি হয় ভোট-হওয়া-রাজ্যর সংলগ্ন। দূরতর বা দূরতম রাজ্যের মিডিয়াতেও এই খবর হয়তো তত বেমানান দেখাবে না।
কিন্তু তাই বলে আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা পাবে পঞ্চায়েত ভোটের খবর, পঞ্চায়েত ভোট-সন্ত্রাস? শুধু তাই নয়, খবরটির ভিতরে একটি ভিডিয়ো ‘এমবেড’ করা হয়েছে, যেখানে বুথ থেকে ব্যালটবক্স ছিনিয়ে নিয়ে দৌড় দেওয়ার ছবিচটি ধরা আছে!