বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের সুপার ৪ পর্বে ভারত ও পাকিস্তানের (Pakistan National Cricket Team) মধ্যে সম্পন্ন হওয়া “হাইভোল্টেজ” ম্যাচটি এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। যেখানে, পাকিস্তানি ওপেনার ফখর জামানের আউট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। PCB-র মতে, টিভি আম্পায়ারের সিদ্ধান্তে ভুল ছিল। ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
পাকিস্তান (Pakistan National Cricket Team) নতুন করে হইচই শুরু করেছে:
উল্লেখ্য যে, ফখর জামান ওই ম্যাচেআক্রমণাত্মকভাবে শুরু করেন। তিনি মাত্র ৮ বলে ১৫ রান করেন। তবে, তৃতীয় ওভারে ভারতের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ আউট হন তিনি। কিন্তু, বিষয়টা স্পষ্ট না হওয়ায় মাঠের আম্পায়ার তাৎক্ষণিকভাবে আউট দিলেও এরপর বিষয়টি টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগের কাছে পাঠানো হয়। তিনি বিভিন্ন দিক পর্যালোচনা করে জামানকে আউট ঘোষণা করেন।
কিন্তু, পাকিস্তান এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। দুনিয়া নিউজের মতে, PCB দাবি করেছে যে, টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে ভুলভাবে ফখর জামানকে আউট ঘোষণা করেছেন। যার কারণে তারা ICC-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন: শুরু উৎসবের মরশুম! চলতি সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন তালিকা
এই উইকেটের পর, সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেট অনুরাগীদের মতামত বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ এটিকে সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করছিলেন, আবার কেউ কেউ মনে করেন যে, আম্পায়ার ভুল করেছেন। তবে, থার্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় এবং আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ICC-র কাছে কোনও দল অভিযোগ করার ঘটনা অত্যন্ত বিরল। কিন্তু, পাকিস্তান দল (Pakistan National Cricket Team) এই পরাজয় হজম করতে পারছে না। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর, তারা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ করেছিল। কিন্তু, ICC তাদের অভিযোগ খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন: ব্রহ্মোসের মতো শক্তি! ১,০০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম, শীঘ্রই পরীক্ষা ভারতের নতুন ক্রুজ মিসাইলের
সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক কী জানিয়েছেন: ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি (Pakistan National Cricket Team) অধিনায়ক সালমান আগাও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আম্পায়াররা ভুল করতেই পারে। কিন্তু আমার মনে হয়েছিল বলটি কিপারের সামনে লাফিয়ে পড়েছে। আমি ভুল হতে পারি। ফখর যেভাবে ব্যাটিং করছিল, যদি সে পাওয়ারপ্লেতে ব্যাট করত, তাহলে আমরা সম্ভবত ১৯০ রান করতাম। আমি ভুল হতে পারি, কিন্তু আম্পায়াররাও ভুল করতে পারেন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।”