‘আমরাও IPL খেলতে চাই’, BCCI-এর কাছে কাতর অনুরোধ পাকিস্তান ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন আইপিএল (IPL 2024) শুরু হতে এখনও ৩ মাস বাকি। সব ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ভক্তরা বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনাল হারের হতাশা ভুলে আবার নতুন করে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। আর আইপিএল শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে নয়, গোটা বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের কাছে একটি উৎসবের মতো। বিশ্বের সকল টি-টোয়েন্টি লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতাপূর্ণ লিগ এটি। এবার পাকিস্তানের (Pakistan Cricket Team) তারকা ক্রিকেটার হাসান আলী (Hasan Ali) পরোক্ষভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে আগ্রহ দেখালেন।

IPL ও পাকিস্তানি ক্রিকেটার:

২০০৮ সালে যখন এই টুর্নামেন্ট আরম্ভ হয়, তখন একাধিক খ্যাতনামা পাকিস্তানি ক্রিকেটার এই লিগের অংশ ছিলেন। শোয়েব আখতার, সালমান বাট, শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা আইপিএল খেলে গিয়েছেন। কিন্তু তারপর ২৬/১১-র মারাত্মক জঙ্গিহানায় পাকিস্তান যোগ পাওয়ার পর থেকে ভারতের মাটিতে পাকিস্তানের ক্রিকেটারদের আর এই টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি।

   

IPL নিয়ে উন্মাদনা পাকিস্তানেও:

পাকিস্তানের অনেক ক্রিকেট ভক্ত পাকিস্তান সুপার লিগকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তুলনায় অনেক উন্নত বলে দাবি করে থাকেন। কিন্তু মুখে তারা যাই বলুক না কেন তারা খুব ভালো করেই জানেন যে এই দুই লিগের মধ্যে কোন তুলনাই চলে না। আর্থিক উৎকর্ষতা এবং গুণগতমান দুই দিক দিয়েই অনেক এগিয়ে আইপিএল। তাই মুখে স্বীকার না করলেও পাকিস্তানের ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ নিয়মিত এই আইপিএল ফলো করে থাকেন।

আরও পড়ুন: ২ বছরে ৮ অধিনায়ক! ভারতের T-20 দল সংক্রান্ত BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা

হাসান আলী কি বললেন?

এবার সরাসরি আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের হয়ে কিছুদিন আগে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলে যাওয়া হাসান আলী। ৬ ম্যাচ খেলে এই বিশ্বকাপে ৯ উইকেট নেওয়া পাক ফাস্ট বোলার বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারই আইপিএল খেলতে চায় এবং সেখানে খেলা আমারও মনের একটা বড় ইচ্ছা ইচ্ছা। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগগুলির মধ্যে একটি এবং ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই সেখানে খেলবো।”

hasan pakistan

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের পর নিখোঁজ ছিলেন অধিনায়ক রোহিত! অবশেষে হিটম্যানকে নিয়ে পাওয়া গেলো বড় আপডেট

পাকিস্তানিদের পক্ষে IPL খেলা কি সম্ভব?

আপাতত পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে অংশ নেওয়ার কোন সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অদূর ভবিষ্যতেও এই সম্ভাবনা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে না। তবে কোনও পাকিস্তানে ক্রিকেটার যদি নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলেন তাহলে তাদের পক্ষে আইপিএল খেলা সম্ভব হয়েছে আগেও। এই প্রক্রিয়া কাজে লাগিয়ে অতীতে আজহার মাহমুদ পাকিস্তানের ক্রিকেটার হয়েও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতের মাটিতে আইপিএল খেলে গিয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর