এশিয়া কাপে নেই শাহীন আফ্রিদি, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রোহিত-রাহুল জুটি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। আসন্ন এশিয়া কাপ ২০২২ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। খবর এসেছে যে পাক তারকার হাঁটুতে লিগামেন্টের যে চোট তিনি পেয়েছিলেন তা এখনও সম্পূর্ণ সেরে উঠেনি। যার কারণে বিশ্বকাপের আগে এই হাইভোল্টেজ প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়েছেন। জুলাই মাস থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় তিনি এই চোট পেয়েছিলেন।

বাঁ-হাতি পাক তারকা সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে দ্বীপরাষ্ট্রর দলটিকে ২২২-এ অলআউট করতে পাকিস্তানকে সাহায্য করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি বেশিক্ষণ বল করতে পারেননি। টেস্টের তৃতীয় দিনে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। তারপর দেখা যায় তিনি হাঁটুর চারপাশে একটি বরফের প্যাক বেঁধে বসে আছেন। তখন থেকেই চিন্তা শুরু হয়েছিল পাকিস্তান ভক্তদের, এখন সেই আশঙ্কা বাস্তবে পরিণত হলো।

   

Shaheen Shah Afridi

২০শে আগস্ট, শনিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে শাহীন আফ্রিদিকে দলের ফিজিও ও ডক্টররা তাকে এশিয়া কাপের পরেও বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। যার ফলে তারকা পাক পেসার এশিয়া কাপের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত হতে চলা সিরিজেও তিনি মাঠের বাইরে থাকবেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন যে পেসার নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন।

এশিয়া কাপে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী অবশ্যই পাকিস্তান। তার আগে ভারত চোটের জন্য এই প্রতিযোগিতায় যশপ্রীত বুমরাকে হারিয়েছিল। এখন পাকিস্তান বাঁ-হাতি তারকা পেসারকে হারানোয় দুই দলেরই বোলিং কিছুটা দুর্বল হল। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে বার বার সমস্যায় পড়তে দেখা গেছে ভারতের ওপেনিং জুটি লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে। তারা এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর