অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ঝটকা খেল পাকিস্তান, দুজনের খেলা নিয়ে সংশয়

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan National Cricket Team) আজ অস্ট্রেলিয়ার (Australia National Cricket Team) বিরুদ্ধে টি-২০ (Twenty20) বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে। এই ম্যাচের দিকে গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে। তবে খেলতে নামার আগেই বড়সড় এক ঝটকা খেলো পাকিস্তানি দল। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য থাকা পাকিস্তানি টিম এই ঝটকা সামলে উঠতে পারবে কী না, সেটাই দেখার বিষয়। বর্তমানে পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বলে মানা হচ্ছে। অন্যদিকে, অস্ট্রেলিয়াও ছাড়ার পাত্র নয়।

জানা গিয়েছে যে, সেমিফাইনাল ম্যাচের আগে পাকিস্তানের উইকেট কিপার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) আর শোয়েব মালিক (Shoaib Malik) জ্বরে আক্রান্ত হয়েছে। বুধবার দুজনাই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়নি। দুই খেলোয়াড়েরই করোনার পরীক্ষা হয়েছে, আর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একটু আশঙ্কা থেকেই যাচ্ছে। পাকিস্তানি ফ্যান দোয়া করছে যে, এই দুই সাংঘাতিক খেলোয়াড় যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে দলে ফেরে।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং দেখার মতো ছিল। তাঁরা প্রতিটি ম্যাচেই অসামান্য ব্যাটিং বোলিংয়ের মাধ্যমে বিপক্ষ টিমকে দুরমুশ করেছে। রিজওয়ান প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী খেলে টিমকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। অন্যদিকে, বুড়ো হারে ভেলকি দেখিয়েছে শোয়েব মালিকও। রিজওয়ান গ্রুপের প্রথম ৫ ম্যাচে ২১৪ রান বানিয়েছে। অন্যদিকে, শোয়েব মালিক আবার ফিনিশারের ভূমিকা পালন করেছে। শোয়েব স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে সবাইকে অবাক করে দিয়েছে।

IMG 20211101 190543

সুপার ১২-র গ্রুপ স্টেজে পাকিস্তানকে এখনও পর্যন্ত কোনও দলই হারাতে পারেনি। বাবর আজমরা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় হাসিল করে বহু পুরনো ফাড়াও কাটিয়েছে। যেই পাকিস্তানি ভারতের বিরুদ্ধে কোনও বিশ্বকাপে জয় হাসিল করেছিল না, সেই পাকিস্তান এবারের টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড করেছে। এখন দেখার বিষয় এটাই যে, পাকিস্তান তাঁদের এই ফর্ম অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারে কী না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর