বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) টানা হেরেই চলেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। হায়দ্রাবাদে পরপর দুই ম্যাচ জিতে তাদের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু আহমেদাবাদের ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে হারের পর থেকে আর জয়ের মুখ দেখেনি বাবর আজমের দল। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও এক উইকেটে হার মানতে হয়েছিল তাদের। সেই ম্যাচে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে (Pakistan vs Bangladesh) ম্যাচ খেলতে কলকাতায় (Kolkata) এসে পৌঁছেছে গোটা পাকিস্তান দল।
কলকাতায় তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতোই অত্যন্ত খারাপ। টানা পাঁচটা ম্যাচে হারের পর বেঙ্গল টাইগার্সরা সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গিয়েছে। কিন্তু তবুও তাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা সতর্ক থাকতেই হতো পাকিস্তানকে। কিন্তু সত্য পাওয়া সংবাদ অনুযায়ী তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না দলটার মধ্যে।
লক্ষ্মী পূজোর দিন সন্ধ্যায় কলকাতায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। এখানে দুটি ম্যাচ খেলবে তারা। আপাতত তারা রয়েছে হোটেল জে ডাব্লু ম্যারিয়েটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অত্যন্ত কাছের এসেও জয় হাতছাড়া করে আশা করা হয়েছিল যে হতাশায় ডুবে থাকবে পাকিস্তান দল। কিন্তু চিত্রটা তার সম্পূর্ণ উল্টো।
আরও পড়ুন: এই একটা জায়গায় পাকিস্তান এগিয়ে ভারতের চেয়ে! আজ কি হিসাব বদলাতে পারবে রোহিতের দল?
কলকাতায় এসেই জ্যোমাটো থেকে নানাবিধ সুস্বাদু খাবার অর্ডার করে পাকিস্তান ক্রিকেট দল মহাভোজ শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। পার্ক সার্কাসের বিখ্যাত জম জম রেস্তোরাঁ থেকে বিরিয়ানি ও নানারকম কাবাব অর্ডার করা হয় পাকিস্তান দলের তরফ থেকে।
আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে কাঁদিয়ে দেওয়ার মতো আপডেট পেলো BCCI! মাথায় হাত রোহিতের
কিন্তু শহরে এত বিখ্যাত রেস্টুরেন্ট থাকতে কেন তারা এই নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্য খুবই সহজ। পাকিস্তান দলের ক্রিকেটার ও বেশিরভাগ সাপোর্ট স্টাফ মুসলিম। সেই রীতি অনুসারে তাদের হালাল রেস্তোরাঁ থেকে খাবার খাওয়া নির্দেশ থাকে৷ তাই পার্ক সার্কসের জম জমের ভাগ্যেই শিকে ছেঁড়ে৷
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর