খেতে পারছে না জনগণ, ওদিকে ভারতকে টেক্কা দিতে পরমাণু মিসাইলের টেস্টিং করবে পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক: তীব্র আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। অবস্থা এতটাই খারাপ যে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। এর ফলে সাধারণ পাকিস্তানিরা ভুগছেন। এত সবের মধ্যেও আগামী ৫-৬ তারিখ একটি লং রেঞ্জ মিসাইল পরীক্ষা (Pakistan Long Range Missile Testing) করতে পারে তারা। এর মর্মে নাবিকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আরব সাগরে এই মিসাইল পরীক্ষা করবে তারা।

আগামী ৫ ও ৬ জানুয়ারি আরব সাগরের একটি অংশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ভারত তাদের লং রেঞ্জ মিসাইল ব্রাহ্মোস পরীক্ষা করেছে। এর মধ্যেই পাকিস্তান সরকারও তাদের লং রেঞ্জ মিসাইল পরীক্ষা করতে উদ্যত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের এই মিসাইলটি সর্বোচ্চ ১৬৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 

   

pakistan military missile test

পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও এই মিসাইলের নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, এটি পাকিস্তানের ‘শাহিন’ বা ‘আবাবীল’ মিসাইল হতে পারে। এই দু’টি মিসাইলেরই পরমাণু বোমা বহন করার ক্ষমতা আছে। পাশাপাশি, ভারতের যে কোনও বড় শহরে হামলা করতে পারে এই মিসাইল। আবাবীল মিসাইল সর্বোচ্চ ২২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এমনটাই দাবি করা হচ্ছে।

brahmos missile

জানা গিয়েছে, পাকিস্তানের এই আবাবীল মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহন করতে পারে। এই মিসাইলটিকে MIRV প্রযুক্তি সম্পন্ন বলা হচ্ছে। একইসঙ্গে এটি রাডারকেও ধোকা দিতে সক্ষম। পাকিস্তান এমন ভয়ানক প্রযুক্তি চিনের থেকে পেয়েছে বলে মনে করা হচ্ছে। শাহিন মিসাইলটি সর্বোচ্চ ২৭৫০ কিলোমিটার পাড়ি দিতে পারে বলে খবর।

একইসঙ্গে এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও হামলা চালাতে সক্ষম বলে দাবি। প্রসঙ্গত, ভারতও সম্প্রতি নিজেদের লং রেঞ্জ মিসাইল ব্রাহ্মোস পরীক্ষা করেছে। সেই পরীক্ষা সফল হয়েছে। একটি Su-30MKI বিমান থেকে একটি জাহাজকে লক্ষ্য করে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। এছাড়াও ডিসেম্বরে অগ্নি-৫ মিসাইলও পরীক্ষা করে ভারত।  

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর