রাফাল জ্বরে চাপে পাকিস্তান, বেগতিক দেখে চীন থেকে চাইল J-10 ফাইটার জেট

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) মাটিতে রাফাল (Dassault Rafale) নামাল সাথে সাথেই পাকিস্তানে (Pakistan) থরহরি কম্প হতে শুরু করেছে। ভয়ে ক্রমাগত গুটিয়ে যাচ্ছে পাক প্রধান ইমরান খান। এই পরিস্থিতিতে পাকিস্তান তাদের বন্ধু দেশ চীনকে মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করার অনুরোধ করছে।

সূত্র মারফত জানা গেছে, পাকিস্তানী বিমান বাহিনী চীনের থেকে ৩০ টি J10CE যুদ্ধ বিমান এবং আধুনিক মানের এয়ার টু এয়ার মিশাইল দেওয়ার অনুরোধ করেছে। রাফাল ভারতে প্রবেশ করার সাথে সাথেই পাকিস্তানের হাল বেহাল। আকাশে যেন কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছে পাক সরকার ইমরান খান।

rafale jpg

আতঙ্কে পাকিস্তান
পাকিস্তানের বিদেশ বিভাগের প্রবক্তা আসরফ আরুখি ভারতের মাটিতে রাফালের আগমনের পরবর্তীতে এক সাংবাদিক সম্মেলন করা জানিয়েছিলেন, ‘আমরা জেনেছি যে ভারতের বায়ুসেনায় রাফাল যুদ্ধ বিমান সামিল হয়েছে। তবে এটা ভাবার বিষয়, যে ভারত নিজেদের সুরক্ষার বিষয়ে নিজেদের সেনাবলকে আরও মজবুত করছে’।

সাহায্য চাইছে চীনের থেকে
রাফালের ভয়ে তাই তড়িঘড়ি বন্ধু দেশ চীনের কাছে ৩০ টি J10CE যুদ্ধ বিমান, এবং এয়ার টু এয়ার ফাইটার শর্ট রেঞ্জ PL10 এবং লং রেঞ্জের PL15 মিসাইলের সাহায্য প্রার্থনা করেছে। আমেরিকার সাথে ভারতের বন্ধুত্ব গাঢ় হওয়ার পর থেকেই এই চীনই হল পাকিস্তানের একমাত্র ভরসার স্থান।

883032 867334 imran khan 1

সংকটে ইমরান খান
বর্তমানে চতুর্থ ক্যাটাগরির রাফাল যুদ্ধ বিমান ভারতের বায়ুসেনায় সামিল হয়ে গেছে। সেই কারণে নিজেদের প্রস্তুত রাখতে বন্ধু দেশ চীন থেকেও যুদ্ধ বিমান আনাচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তান এটা খুব ভালোভাবেই বুঝে গেছে, ভারত আর কোন জারিজুরি সহ্য করবে না। পাকিস্তানের তরফ থেকে কোন প্রকার বেগতিক দেখলেই, তারা রাফাল ব্যবহার করতে পারে। আর তখন ভারতের সেই ক্রোধের বশবর্তী হয়ে পাকিস্তানের অবস্থা যে কতোটা শোচনীয় হয়ে যাবে, তা আগে থেকেই আঁচ করতে পারছে পাকিস্তান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর