পাকিস্তানের ম্যাচে DRS ব্যবহারে চরম অপেশাদারিত্ব, ক্যাচ আউট হওয়া ব্যাটারই ভিডিওতে নন-স্ট্রাইকার!

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ। ৮ তারিখ রাতে প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিল মুলতানের মাটিতে। ওই ম্যাচে আয়োজক পাকিস্তান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ উইকেটে সহজ জয় পেয়েছে। কিন্তু তারমধ্যেও একটি বিষয় নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

কাল মাঠে ডিআরএস-এর ভুল ব্যবহার নিয়ে বড় রকমের বিতর্ক তৈরি হয়েছে। কাল শাহীন আফ্রিদির একটি বলে ডিআরএস নিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই ডিআরএস যে ব্যাটারের বিরুদ্ধে নেওয়া হয়েছিল, নো বল চেক করার সময় সেই ব্যাটারকে নন স্ট্রাইকার এন্ডে দেখা যায়। অর্থাৎ সেই ছবিটি ছিল অন্য একটি ডেলিভারির। এই নিয়ে ঘোর বিতর্ক আরম্ভ হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার কাইল মায়ার্সের বিরুদ্ধে ডিআরএস নিয়েছিল পাকিস্তান কট এন্ড বোল্ড আবেদনের জন্য। বলটি আফ্রিদি ওভার দি উইকেট থেকে করেছিলেন। কিন্তু যে ভিডিওটি শাহীন আফ্রিদির নো বল চেকের সময় দেখানো হয় সেটিতে তিনি রাউন্ড দ্য উইকেট বল করছেন। আর সবচেয়ে বড় কথা কাইল মায়ার্সই ওই ভিডিওতে নন স্ট্রাইকার প্রান্তে উপস্থিত!

এরপর রিভিউয়ের অন্য চিত্রগুলি ঠিকঠাক ছিল যেখানে দেখা যায় বল সরাসরি মায়ার্সের ব্যাট থেকে মাটি না ছুঁয়ে শাহীনের হাতে পৌঁছয়, তাই তাকে আউটও দেওয়া হয়। কিন্তু নো বলটির সময় ভুল চিত্রই দেখানো হয়েছিল ফলে বলটি লিগ্যাল ছিল কিনা তা বোঝার আর উপায় নেই। এই নিয়ে ক্রিকেট প্রেমীরা পিসিবি-র পেশাদারিত্ব বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু এই নিয়ে আইসিসি বা পিসিবি কেউই এখনও কোনও মন্তব্য করেনি।

সম্পর্কিত খবর

X