‘পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্র হবে’, চাঞ্চল্যকর দাবি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : নয়া সংসদ ভবন উদ্বোধনের সঙ্গেই তীব্র হয়ে উঠেছে অখণ্ড ভারত (Akhanda Bharat) ও হিন্দু রাষ্ট্রের (Hindu Rashtra) দাবি। এদিকে মাঝেমধ্যেই হিন্দুত্ব ও পাকিস্তান (Pakistan) নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন বাগেশ্বর ধাম ট্রাস্টের প্রধান আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী (Acharya Dhirendra Krishna Shastri)। এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি বলে দিলেন, পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে।

গুজরাটের সুরাটে এক জনসভায় ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, গুজরাটের জনগণের সামনে ভাল ভাল কথা বলে অর্থ আয় করা তাঁর উদ্দেশ্য নয়। বরং তিনি চান হিন্দুত্বের জন্য দেশের সমস্ত হিন্দু যাতে ঐক্যবদ্ধ হন। তিনি বলেন, ‘যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন, তাহলে ভারত কিংবা পাকিস্তানকেও হিন্দুরাষ্ট্রে পরিণত করা সম্ভব।’

বাগেশ্বর ধাম সরকার’ নামে পরিচিতি এই ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর আরও দাবি , ভারত হিন্দু রাষ্ট্রই। তাই নতুন করে হিন্দু রাষ্ট্র গড়ার প্রয়োজন নেই। তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে। এবার মথুরার পালা। সনাতনীদের জাগরণের সময় হয়েছে। ইতিমধ্যেই তাঁর মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তাঁর মন্তব্যকে সমর্থন করলেও অনেকেই বিরোধিতা করেছেন। কেউ কেউ একে উসকানি মূলক ভাষণ বলেও দাবি করেছেন।

dhirendra

একদিকে বাগেশ্বর ধাম সরকারের সমর্থনে গলা চড়িয়ে বলা হচ্ছে, গোটা বিশ্বে এভাবেই হিন্দু ধর্ম দাপট গড়ে তুলতে হবে। উলটো দিকে অনেকের প্রশ্ন, পাকিস্তান একটি মুসলিম দেশ। তাকে কীভাবে হিন্দুরাষ্ট্রে পরিণত করার কথা বলা হয়? কিছু নেটিজেনের মতে, ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাই এধরনের মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঁচ লাগে।

সম্প্রতি ‘চমৎকার’ দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন বাগেশ্বর ধামের (Bageshwar Dham) ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri)। এ বার একটি ইন্টারভিউতে আরও চাঞ্চল্যকর কথা বললেন তিনি। নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে এক সময়কার ট্রেনযাত্রার কথা তোলেন। একবার বিনা টিকিটে ট্রেনে উঠে টিকিট পরীক্ষককে জরিমানা দেওয়ার বদলে তাঁর থেকেই নাকি ১১০০ টাকা নিয়ে ফিরেছিলেন! কিন্তু কী ভাবে এমন হয়েছিল? ধীরেন্দ্র শাস্ত্রী জানান সে কথা।

বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, নিজের ক্ষমতার বলে টিকিট পরীক্ষকের বাবার নাম বলে দিয়েছিলেন তিনি। এর পরেই রেলের ওই কর্মী তাঁকে ১১০০ টাকা দেন। তিনি আরও বলেছেন, তিনি কোনও ভগবান নন। বরং আর পাঁচজনের মতোই একজন সাধারণ মানুষ। তাঁর উপর শুধু বজরং বলীর কৃপা রয়েছে। দক্ষিণা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, মহাভারতের সময়কাল থেকেই এই প্রথা চলে আসছে।


Sudipto

সম্পর্কিত খবর