মুখে হাসি ফুটলো পাকিস্তানের! রোহিতের ভারতের বিরুদ্ধে এই বিশেষ কারণে জেতার আশা করছেন বাবররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) কোনওরকমে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারতের টপ অর্ডার যেভাবে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছিল অজি পেসারদের আক্রমণের সামনে, তা দেখে ভক্তরা কিছুটা চিন্তায়। রোহিত শর্মা (Rohit Sharma) ও অপর ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়ার সামনে। সকলেই ভেবেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) ও পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) শুভমান গিল (Shubman Gill) ফিরলে দলের এই সমস্যা মিটে যাবে।

কিন্তু আপাতত এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ডেঙ্গু সংক্রমণের কারণে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি এই তরুণ ভারতীয় তারকা ওপেনার। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হোটেলেই রেখে দেওয়া হয়। স্টেডিয়ামে যাওয়ার ধকলটুকু থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ভারতীয় দলের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। কিন্তু তার আগে শুভমান গিলকে নিয়ে এলো খারাপ খবর।

gill aus

বাকি দলের সঙ্গে দিল্লি যাচ্ছেন না শুভমান। গোটা ভারতীয় দল দিল্লি পৌঁছে গেলেও তিনি থেকে যাচ্ছেন চেন্নাইতেই। ভারতীয় দলের পরের ম্যাচ ১১ই অক্টোবর। অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম ম্যাচের মাঝে দুই দিন সময় পাচ্ছেন রোহিত শর্মারা। কিন্তু সেই সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠার কোনও সম্ভাবনা নেই গিলের। অর্থাৎ ঈশান কিষাণকে সাথে নিয়েই আবার মাঠে নামতে হবে রোহিতকে। নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন তারকা উইকেটরক্ষক।

আপাতত চেন্নাইয়েই থাকছেন ভারতের তারকা ওপেনার। বিসিসিআইয়ের বিশেষ মেডিকেল চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন। যত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন আশা করা হয়েছিল তেমনটা হয়নি। দুটি ম্যাচের বেশি যেন তার অভাব ভারতীয় দলকে অনুভব না করতে হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছেন তার দায়িত্বে থাকা চিকিৎসকরা। তবে বেশি ঝুঁকি থাকলে তাকে হয়তো পাকিস্তানের বিরুদ্ধেও মাঠে নামানো হবে না। এই খবরটা হয়তো অত্যন্ত আনন্দ দেবে পাকিস্তানের ক্রিকেটারদের। কারণ এশিয়া কাপে ব্যাটিং বন্ধ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন শুভমান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটেও সেই রকম হওয়ারই সম্ভাবনা। শুভমান গেল না থাকা মানে পাকিস্তান মানসিকভাবে এগিয়ে মাঠে নামবে।

আরও পড়ুন: একদিনে দুইবার সচিনকে টপকে গেলেন কোহলি! ODI ফরম্যাটে গড়লেন বিরাট রেকর্ড

যদিও সব ঠিকঠাক থাকলে ডেঙ্গুর ধকল কাটিয়ে উঠে শুভমান গিলকে হয়তো প্রথমেই মুখোমুখি মাঠে নামতে হতে পারে ভারতের চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে। দুটি দলই দুই ম্যাচ খেলার পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। শুভমান গিল থাকলে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে ভারত। যদিও ডেঙ্গুর ধকল কাটিয়ে দুর্বল শরীরে এমন একটা হাইভোল্টেজ ম্যাচে তাকে নামানো উচিত হবে কিনা সরাসরি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর