বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় (Pahalgam Terror Attack) তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় পাক যোগের কথা সামনে এসেছে। এরপর একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বাংলার বুকে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। শুক্রবার সকালে সেই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
মমতাকে আক্রমণ মালব্যর (Amit Malviya)!
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি ভিডিও শেয়ার করেন পদ্ম নেতা। সেখানে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মিছিল বেরিয়েছে। প্ল্যাকার্ড হাতে সেই মিছিলে হাঁটছেন বহু মানুষ। ওই মিছিল থেকেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠতে দেখা যায়। ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানও দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
Yesterday, Pakistan Zindabad slogans were raised in Asansol during a so-called anti-Waqf protest. Mamata Banerjee has reduced West Bengal to an Islamic caliphate. Huseyn Suhrawardy, the chief architect of Direct Action Day, would be envious of what Mamata Banerjee has achieved. pic.twitter.com/2TKSP59r0b
— Amit Malviya (@amitmalviya) April 25, 2025
অমিত দাবি করেন, বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Act) প্রতিবাদে ওই মিছিল বেরিয়েছিল। সেখানেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলা হয়। ২০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ আর ভাত-ডাল নয়! মিড ডে মিলে এবার মিলবে জিরা রাইস-আলুর দম, অভিনব উদ্যোগ রাজ্যে
অমিত লেখেন, ‘গতকাল আসানসোলে তথাকথিত ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ইসলামিক খেলাফতে পরিণত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা অর্জন করেছেন তাতে ঈর্ষান্বিত হবেন ডাইরেক্ট অ্যাকশন ডে-র প্রধান স্থপতি, হুসেন সোহরাওয়ার্দি’।
গত মঙ্গলবার পর্যটকে ভরপুর বৈসরণে নৃশংস জঙ্গি হামলা (Kashmir Terror Attack) হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। বাংলার তিনজনের নামও রয়েছে নিহতদের তালিকায়। জঙ্গি হামলার এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া, সেই সঙ্গেই নানান মহল থেকে উঠছে ‘বদলা’র দাবি।
এই পরিস্থিতিতে খোদ পশ্চিমবঙ্গে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ বিরোধী প্রতিবাদে এই স্লোগান উঠেছে বলে দাবি করেছেন অমিত মালব্য (Amit Malviya)। এই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন বিজেপি নেতা।