বাংলা হান্ট ডেস্কঃ দেশ জুড়ে প্রবল করোনা সংক্রমনের মধ্যে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে চলেছিল আইপিএল কিন্তু হঠাৎ করেই আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢুকে পড়ে করোনা ভাইরাস। বেশ কয়েকজন ক্রিকেটার, সাপোর্টিং স্ট্রাফ করোনায় আক্রান্ত হয়ে পড়েন। আর তারপরই ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে মাঝপথেই আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে এমনটা জানিয়ে দিয়েছে।
প্রথমে কলকাতা নাইট রাইডার্স দলের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হয়ে পড়েন। তারপর বাতিল হয়ে যায় কেকেআর বনাম আরসিবি ম্যাচ। বিসিসিআই সিদ্ধান্ত নেয় সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে মুম্বাইতে। কিন্তু তারপরেই সানরাইজার্স হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লির অমিত মিশ্রা করোনায় আক্রান্ত হন। চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হয়ে পড়েন। এরপরই বিসিসিআই আইপিএল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
— Do No More (@CHZohaibTarar) May 4, 2021
আর এই খবর প্রকাশ্যে আসার পরই আইপিএল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সম্বন্ধে নানা প্রকার মিম বের করে পাকিস্তানিরা। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রল করতে থাকে ভারতীয় ক্রিকেটকে। সেই সমস্ত মন্তব্য গুলি কয়েকটি দেওয়া হল।