মাত্র ১০ টি মাছেই বদলে দিল ভাগ্য! রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই মৎস্যজীবী

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) আর্থিক সঙ্কটের (Financial Crisis) কথা তো এখন সর্বজনবিদিত। বিগত কয়েক বছর ধরেই সবদিক দিয়ে ধুঁকছে আমাদের পড়শিদেশটি। বিশেষ করে গত কয়েক মাসে দুরাবস্থা এমন চরমে পৌঁছে যায় যে, দুবেলা দু মুঠো খাবার জোগাতেও হিমশিম খাচ্ছিল আম পাকিস্তানিরা। তবে এবার পাকিস্তান থেকে যে খবর সামনে এল তা সত্যিই চমকে যাওয়ার মত।

millionaire

১০ টি বিরল প্রজাতির মাছ ধরেছেন তিনি

মিডিয়া বলছে, পড়শিদেশটির এক মৎস্যজীবি (Pakistani Fisherman) রাতারাতি কোটিপতি (Millionaire) হয়ে মিডিয়া লাইমলাইটে চলে এসেছে। করাচির এই বাসিন্দা প্রায় ১০ টি বিরল প্রজাতির মাছ ধরেছিলেন। আর এই ১০টি মাছই বদলে দিয়েছে তার ভাগ্য। সূত্রের খবর, করাচির (Karachi) এই মৎস্যজীবির নাম হাজি বালোচ। সম্প্রতি আরব সাগর থেকে ১০ টি বিরল প্রজাতির মাছ (Rare Species Of Fish) ধরেন তিনি।।

১০ টি মাছের জন্য পেয়েছেন ৭ কোটি টাকা

সূত্রের খবর, এই মাছগুলি মূলত গোল্ডেন ফিশ (Golden Fish) যা স্থানীয় ভাষায় ‘সোয়া’ নামে পরিচিত। নানাবিধ গুণাবলী সম্পন্ন এই মাছগুলির বাজারদর বেশ চড়া। পাকিস্তানি টাকায় এই ৭ টি মাছের দাম হয়েছে প্রায় ৭ কোটি টাকা (7 Crore Rupee)। হাজি বালোচ নামক ঐ ব‌্যবসায়ী এই মাছগুলি নিলামে বিক্রি করেছে করাচি হারবারে। তবে কী এমন আছে ঐ মাছে যার জন্য এত দাম?

আরও পড়ুন : মহা ফাঁপরে কেন্দ্র, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর! ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

কী গুণাবলি রয়েছে এই মাছের?

জানা যাচ্ছে, বিরল প্রজাতির এই মাছগুলিতে রয়েছে নানারকমের গুণাবলী। নানা ধরণের ঔষধি তৈরি হয় এই মাছ থেকে। পাশাপাশি এই মাছগুলির পেট থেকে এক ধরণের সুতোর মত বস্ত পাওয়া যায় যা দিয়ে অস্ত্রপচারের সামগ্রী তৈরি করা হয়। এক একটি মাছের ওজন প্রায় ২০ থেকে ৪০ কেজি। লম্বায় প্রায় ১.৫ মিটার পর্যন্ত হয় মাছগুলি। এরকমই ১০ টি মাছ ধরা পড়েছে পাকিস্তানের ঐ মৎস্যজীবির জালে।

আরও পড়ুন : মমতার পছন্দের জায়গাতে শাহের সভা হবে? ধর্মতলার সমাবেশ নিয়ে আইনি জট অব্যাহত

কী বলছেন ঐ মৎস্যজীবি?

এইদিন ঐ মৎস্যজীবি জানিয়েছেন, ‘করাচিতে আমরা সমুদ্রে মাছ ধরছিলাম…। তার পরেই আচমকা প্রচুর পরিমাণে গোল্ডেন ফিশ পেলাম। যা আমাদের ভাগ্য খুলে দিল।’ তিনি আরও জানিয়েছেন, এই প্রতিটি মাছ বিক্রি হয়েছে ৭০ লক্ষ টাকা করে। ১০টি মাছের জন্য তিনি পেয়েছেন ৭ কোটি টাকা।

আরও পড়ুন : এক রিচার্জে সারা বছরের টেনশন থেকে মুক্তি! ঝটপট দেখে নিন Jio-Airtel এর এই দুটি সেরা প্ল্যান

এই টাকা নিয়ে কী করবেন তিনি?

এমতাবস্থায় এই বিপুল অঙ্কের টাকা নিয়ে তিনি কী করবেন জিজ্ঞেস করা হলে ঐ মৎস্যজীবি জানান, তার মোট সাতজন কর্মচারী রয়েছে। এই টাকার ভাগ তিনি ঐ সাত কর্মচারীকেও দেবেন বলে জানিয়েছেন। যেখানে গোটা দেশ আর্থিকভাবে ধুঁকছে সেখানে মৎস্যজীবীর এই সাফল্যের খবর তাক লাগিয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর