লাইভ ‘হনুমান চালিশা” পাঠ পাকিস্তানি অভিনেতার, ভাইরাল ভিডিও ঘিরে উত্তপ্ত ইসলামাবাদ

বাংলা হান্ট ডেস্ক : সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এক সময়ে নিজভূমে পরবাসী হয়ে আপাতত বিদেশে ঠাঁই হয়েছে তরুণ পাকিস্তানের (Pakistan) অভিনেতা-মডেল শায়ান আলির (Shayan Ali)। এবার ফের ভাইরাল হলেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন শায়ান। সেখানে দেখা যাচ্ছে অপূর্ব ভঙ্গিমায় হনুমান চালিশা পাঠ করছেন এই পাকিস্তানি অভিনেতা।

কে এই শায়ান আলি? ডিভাইড অ্যান্ড রুল’, বিভাজিত করে শাসন করো। বিভাজনটা হয়েছিল। কিন্তু শাসন? পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) প্রধানত হিন্দু সংখ্যালঘুদের ক্ষেত্রে শাসন ক্রমশ অপশাসনে, অত্যাচারে পরিণত হয়েছে বলে মাঝেমধ্যেই শিরোনাম হয়। এ ব্যাপারে সরব হয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এক সময়ে নিজভূমে পরবাসী হয়ে আপাতত বিদেশে ঠাঁই হয়েছে তরুণ পাক অভিনেতা-মডেল শায়ান আলির (Shayan Ali)। কিছুদিন আগেই তিনি দাবি করেন, তাঁর দাদু-দিদা শুধু মুসলিম বলে পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়ে বড়ই ভুল করেছেন।

কী আছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে? ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পাকিস্তানি অভিনেতা শায়ান আলি খুব সুন্দর সুরে গাইছেন হনুমান চালিশা। যেমন নিখুঁত তাঁর উচ্চারণ, তেমনই অপূর্ব সুন্দর তাঁর ভঙ্গিমা। এই ভিডিওতে মাত্র কয়েক ছত্রই হনুমান চালিশা গেয়েছেন শায়ান। কিন্তু তাতেই মন জয় করেছেন আপামর নেট দুনিয়ায় নাগরিকদের।

এই প্রথম নয়, মাঝেমধ্যেই বাবা বিস্ফোরক টুইট করে সংবাদ শিরোনামে উঠে আসেন শায়ান। কিছু দিন আগে টুইটারে তিনি লেখেন, ‘বিশ্বে পাকিস্তানের মতো আর কোনও জিনিস নেই। পাকিস্তানের প্রতিষ্ঠাই হয়েছে ধর্মের ভিত্তিতে। আমার দাদু-দিদারা খুব পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়ে।’ তিরঙ্গার সঙ্গে নিজের ছবি শেয়ার করে শায়ান লেখেন, ‘পাকিস্তানে না হয়ে ভারতে জন্মালে ভালো হতো। তাহলে আমাকে অন্তত নিজের দেশ ছাড়তে হত না।

তবে প্রতিবাদ থামাচ্ছেন না তিনি। ২৩ মার্চ, পাকিস্তানের সংবিধান দিবস বা পাকিস্তান ডে-তে নিউ ইয়র্কে পাক দূতাবাসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হওয়ারও পরিকল্পনা করেন তিনি। তাঁর দাবি, দেশে হিন্দু মহিলাদের উপরে নির্যাতন বন্ধে সক্রিয় হোক ইসলামাবাদ।

তরুণ অভিনেতা-মডেলের দাবি, দেশে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ব্লাসফেমির পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা, গোপন তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগও আছে। সম্প্রতি সিন্ধ হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাঁর বিরুদ্ধে। তবু টুইটে তিনি লেখেন – আমার দেশের হিন্দু সম্প্রদায়ের কাছে আমি একটি শপথ করেছি। সেটা হলো, কখনও তাঁদের হাত ছাড়ব না। পৃথিবীর যে প্রান্তেই থাকি, তাঁদের আওয়াজ হয়ে থাকব।


Sudipto

সম্পর্কিত খবর