‘স্বামী যেন সবসময় পাশে থাকে’, যৌথ পরিবারেও বিয়ে করতে রাজি ‘পর্ণা’ পল্লবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই দর্শকদের মনোরঞ্জন দিতে শুরু হয়েছে একাধিক ধারাবাহিক(Bengali Serial)। তারমধ্যে বেশ কিছু ধারাবাহিক ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। আর তার ফলাফল দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। টপ-৫ এ নিজের জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের পথচলা।

ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পল্লবী শর্মা। তাঁর চরিত্রের নাম পর্ণা। সদ্যই সে বিয়ে করে এসেছে যৌথ পরিবারে। শাশুড়ি-ভাসুরদের সঙ্গে সংসার করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন এই অভিনেত্রী। তবে তাঁকে সব কিছুতে অনুপ্রেরণা জোগান অভিনেতার ঠাকুমা। নাত বৌ এবং ঠাকুমা শাশুড়ির সম্পর্ক বেশ মধুর। এই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে, রুবেল দাসকে।

Nil Fuler Madhu

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাস্তব জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তাঁকে প্রশ্ন করা হয়, পর্ণার মত তিনিও যৌথ পরিবারে বিয়ে করবেন কিনা। জবাবে অভিনেত্রী জানান, ‘ যৌথ পরিবার হলেও আমার কোনও সমস্যা নেই। শুধু স্বামীকে হতে হবে বন্ধুর মত। সব সময় সে যেন আমার পাশে থাকে’। অভিনেত্রীর সংযোজন, ‘আমায় যেহেতু মা-বাবার ভালোবাসা কখনোই সেভাবে পাইনি তাই আমি চাই যেখানেই বিয়ে হোক না কেন আমি যেন একটা মা-বাবা পাই’।

Pallavi Sharma

জানা যায়, অনেক ছোটবেলাতেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। তারপর পিসির কাছে বড় হয়ে ওঠেন তিনি। ক্লাস ১০-এ পড়ার সময় মৃত্যু হয় বাবার। বর্তমানে দাদা-বৌদির কাছেই থাকেন তিনি। বাড়িতে রয়েছে একটি ছোট ভাইঝিও।

Pallavi Sharma

বাংলা সিরিয়ালের জগতে এক জনপ্রিয় নাম পল্লবী শর্মা। বরাবরই চর্চায় থাকেন এই অভিনেত্রী। তাঁকে নিয়ে নেট মাধ্যমে কম হাসাহাসি হয়না। কিন্তু তিনি সেসবে পাত্তা দিতে নারাজ। মন দিয়ে অভিনয় করতে ভালোবাসেন এই অভিনেত্রী। একের পর এক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ষ্টার জলসার পর্দায় এর আগে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকে। জবা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার পর্দায়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত খবর

X