প্যানের সঙ্গে আধার যোগ করার খবর পাওয়ার পর থেকেই দেশের জনগন বেশ চিন্তিত হয়ে পড়ে। দফায় দফায় অনেকেই এক একটা নতুন ব্যাপারে তারা ভাবতে শুরু করেন যে এই সমস্যার থেকে আগের নিয়ম ঠিক ছিলো। কিন্তু এখন প্যানের সঙ্গে আধার যোগের সময় বাড়ানো হয়েছে অনেক জায়গায়, কারন অনেকের এখনো অব্দি প্যানের সঙ্গে আধারের কার্ড লিঙ্ক করানো হয়নি।
তাতে সমস্যা বেড়েই চলছে, এবার সেই কাজের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত না হওয়া সমস্ত প্যান বাতিল করা হবে বলে নোটিস জারি করেছে আয়কর দপ্তর৷এই তালিকায় আছে ১৭ কোটি ৫৮ লক্ষ প্যানকার্ড হোল্ডার। ফলে, নির্দিষ্ট সময়ের মধ্য ওই কাজ শেষ না হলে ১৭.৫৮ কোটি প্যান বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
আবার তার থেকেও বড় সমস্যা হল , একবার প্যান বাতিল হয়ে গেলে সেই প্যান আর কোনও কাজে আসবে না বলেও জানানো হয়েছে৷ ২০১৮-২০১৯অর্থ বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মোট ৫.৮৭ কোটি করদাতা এমনটাই জানা গিয়েছে। আয়কর দপ্তর থেকে ৪৮ কোটি কোটি প্যান ইস্যু করা হয়েছে, কিন্তু তাতে আধার সংযোগ রয়েছে ১২০ কোটি কার্ড হোল্ডারের । তাই প্যান কার্ড এর সাথে এখনই আধার কার্ডের লিঙ্ক করাটা জরুরি।