পঞ্চায়েতের আগে প্রকাশ্যে টাকা বিলাচ্ছেন TMC প্রার্থী, দেখুন ভাইরাল হওয়া ভিডিওতে কী হচ্ছে

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্য জুড়ে হাজারো কাণ্ড! এবার তৃণমূল প্রার্থীর (TMC Candidate) বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri)। জলপাইগুড়ির জেলা পরিষদের ৬ নম্বর আসনের শাসকদলের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু শাসক-বিরোধী তরজা।

এই নিয়ে বিজেপির (BJP) জলপাইগুড়ি পশ্চিম মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায়ের অভিযোগ, নির্বাচনী বিধি লঙ্ঘন করে জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদার ১৫/২০৮ নম্বর বুথের ভোটারদের টাকা বিলি করেছেন। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো। এই নিয়েই ওই তৃণমূল নেতার প্রার্থীপদ খারিজের দাবি বিজেপির।

কী দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে? ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাখালি মাজারে চাদর পেতে একাধিক মানুষের হাতে টাকা দিতে দেখা যাচ্ছে দীনেশ মজুমদারকে। সেই মুহূর্তেরই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে ইতিমধ্যেই ধূপগুড়ির বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। তাই অভিযোগ নিয়ে আসরে নেমেছে বিজেপি।

bjp tmc

যদিও গেরুয়া শিবিরের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃণমূল জেলা সম্পাদক রাজেশ কুমার সিং জানান, ‘সোনাখালি মাজার শরিফ এ চাদর পাতার হিসাবে মৌলবি সাহেবকে দক্ষিণা দিয়েছেন দীনেশবাবু। প্রার্থনার পর বাইরে এসে প্রথা মেনে গরিবকে ৫০, ১০০ টাকা দান করেছেন। যদি ভোটারদের প্রভাবিত করা বা টাকা দেওয়ার থাকতো তাহলে অনেক রকম ভাবেই তা করা যেত। নিজেদের কাজ নেই বলে আইটি সেল কে বসিয়ে রেখে তৃণমূলের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। “


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর