তথ্যপ্রমাণ থাকলে করা যাবে FIR! শুভেন্দু মামলায় তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) কেন্দ্র করে লাগাতার হিংসা অশান্তি! আদালতে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের গুচ্ছ গুচ্ছ মামলা। তবে এরই মাঝে এবার বিপদ বাড়লো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ভোটের হিংসায় প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্যের দেওয়ার মতো অভিযোগ তুলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই মামলাতেই এদিন আদালতের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে সেই নিয়ে পুলিশকে এফআইআর দায়েরও অনুমতি দিল আদালত।

এদিনের শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের কড়া পর্যবেক্ষণ, “শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের কারণেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করতে পারবে পুলিশ।”

আদালত জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী ফৌজদারি মামলার ক্ষেত্রে কেবলমাত্র রক্ষাকবচ পেয়ে থাকেন রাষ্ট্রপতি ও রাজ্যপাল। তাই এক্ষেত্রে অভিযুক্তকে তাদের ঊর্ধ্বে রাখার ব্যাখ্যা গ্রহণ করবেনা আদালত। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী সময়ে সন্ত্রাস, হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। ভোট পরবর্তী সন্ত্রাসেও প্ররোচনা দেওয়ার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুমন সিংহ।

high court

আদালতে মামলাকারী অভিযোগ তোলেন, ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ৮ই জুলাই পর্যন্ত নানা জায়গায় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে হিংসায় অশান্তিতে প্ররোচনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দেওয়া উস্কানিতেই অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়। তোলা হয় পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্নও।

মামলাকারী আদালতে শুভেন্দুর রক্ষাকবচের প্রশ্নও তোলেন। পাল্টা সওয়াল করেন শুভেন্দুর আইনজীবীও। তবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার সাথে বৃহত্তর জনস্বার্থ জড়িয়ে আছে কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া উচিৎ। তবে আদালতের অনুমতি ছাড়া পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দুই বিচারপতির বেঞ্চের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর