৩৭০ ধারা বাতিলের পর এবার জারি হতে চলেছে পঞ্চায়েতি রাজ! জম্মু কাশ্মীর প্রসঙ্গে বড় সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে জম্মু কাশ্মীরকে (Jammu and kashmir) নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে জম্মু কাশ্মীরেও অন্যান্য রাজ্যের মত ৩ স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা জারি করা হবে। গ্রাম, ব্লক এবং জেলা স্তরে ভাগ করা হবে।

সরকারের মতানুসারে, পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ১৯৮৯ -এর পরিবর্তনকে সম্মতি দেওয়ার এই পদক্ষেপের মাধ্যমে জম্মু কাশ্মীরে লোকতন্ত্র আগের থেকে অনেক বেশি মজবুত হবে। মানুষের অধিকার রক্ষায় সরকারের ভূমিকা এগিয়ে থাকবে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পূর্বে এই ধরণের ৩ স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ছিল না। সেখানকার নাগরিকরা দাবি করছিলেন, বাকি রাজ্যগুলোর মত সেখানেও ৩ স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠুক। সেই কারণেই কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে জম্মু কাশ্মীরি পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ১৯৮৯ -এর পরিবর্তনকে সম্মতি দিয়ে ৩ স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা জারি করার ঘোষণা করা হয়েছে।

এদিন ক্যাবিনেটের বৈঠকের পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভারেকর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুব শীঘ্রই জম্মু কাশ্মীরে এই ৩ স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা জারি হতে চলেছে। এবার থেকে এখানকার নাগরিকরাও তাদের ইচ্ছে মত প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।

সরকারের সূত্রের খবর, এই পদক্ষেপের মাধ্যমে জম্মু কাশ্মীরে লোকতন্ত্র মজবুত হবে। পাশাপাশি ৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীরের নাগরিকরা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। ধীরে ধীরে সমস্ত কেন্দ্রীয় আইন এখানে লাগু হতে চলেছে। এখানকার নাগিরকরাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে। এই পদক্ষেপের ফলে জম্মু কাশ্মীরের নাগরিকদের বহু দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে।

X