বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের মাঠে এবার ঘটল বিরাট নজির। যেটা সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেক ক্রিকেট অনুরাগী। মূলত, এবার হার্দিক পান্ডিয়ার হোম টিম বরোদা রীতিমতো ইতিহাস তৈরি করেছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে বরোদা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে বরোদা ৩৪৯ রানের বিশাল স্কোর করে। যেটি T20 ক্রিকেটের (T20 Record) ইতিহাসে সর্বোচ্চ স্কোর হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, হার্দিকের পাশাপাশি তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া এই ইনিংসে ব্যাটিং করেননি। বরোদার হয়ে সর্বোচ্চ ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ভানু পানিয়া।
T20 ক্রিকেটে (T20 Record) ইতিহাস তৈরি করল বরোদা:
সর্বোচ্চ T20 রান: বরোদার করা ৩৪৯ রান এখন T20 ক্রিকেটে (T20 Record) সর্বোচ্চ রানে পরিণত হয়েছে। চলতি বছরের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিরুদ্ধে চলা T20 ম্যাচে জিম্বাবোয়ে সর্বোচ্চ ৩৪৪ রান করেছিল। সেই রেকর্ড মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে গেল। ম্যাচের ১৭ তম ওভারেই বরোদা তার ৩০০ রান পূর্ণ করে। এর আগে T20 ক্রিকেটের ইতিহাসে মাত্র ২ টি দল ৩০০ বা তার বেশি রান করতে পেরেছে। এই তালিকায় রয়েছে নেপাল (৩১৪ রান), জিম্বাবোয়ে (৩৪৪ রান), এবং বরোদা (৩৪৯ রান)।
Bhanu Pania – 134*(51).
Shivalik – 55(17).
Abhimanyu – 53(17).
Vishnu – 50(16).
Shashwat – 43(16).BARODA POSTED RECORD HIGHEST TOTAL IN T20 HISTORY – 349/5 (20 OVERS). pic.twitter.com/SAcdFc2wPq
— Tanuj Singh (@ImTanujSingh) December 5, 2024
তৈরি হয়েছে একাধিক বড় রেকর্ড: জেনে অবাক হবেন যে বরোদার ব্যাটাররা একসঙ্গে এই ইনিংসে মোট ৩৭ টি ছক্কা মেরেছেন। যা T20 ইনিংসে (T20 Record) যেকোনও দলের সর্বোচ্চ ছক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বরোদার ইনিংসে মোট ২৯৪ রান বাউন্ডারির মাধ্যমে এসেছে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড। বরোদার শীর্ষ-৫ ব্যাটার সবাই ২৫০-র বেশি স্ট্রাইক-রেটে রান করেছেন।
আরও পড়ুন: গ্রাহকদের খুলল কপাল! ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে বড় পরিবর্তন করল সরকার, মিলবে এই বিশেষ সুবিধা
জানিয়ে রাখি যে, এই ম্যাচে বরোদা দুর্দান্তভাবে ব্যাটিং শুরু করে। মাত্র ৫.৩ ওভারেই ১০০ রান পূর্ণ হয়ে যায় এই দলের। এর পাশাপাশি, তারা IPL-এর বাইরে প্রথম ঘরোয়া ভারতীয় দল হিসেবে পাওয়ার প্লেতে ১০০ রান করেছে।
আরও পড়ুন: নিজেদের প্লেয়ারই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়ার জন্য! অ্যাডিলেড টেস্টে ঘটতে পারে বড় বিপর্যয়
নজির গড়েছেন এই ব্যাটাররা: জানিয়ে রাখি যে, তিন নম্বরে ব্যাট করতে আসা ভানু পানিয়া ৫১ বলে অপরাজিত ১৩৪ রান করেন। ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করা ভানু তাঁর ইনিংসে ৫ টি চার ও ১৫ টি ছক্কা মেরেছিলেন। অভিমন্যু সিং এবং শিবালিক ভার্মা দু’জনেই ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন। পাশাপাশি, বিষ্ণু সোলাঙ্কি ১৫ বলে করে ফেলেন হাফ-সেঞ্চুরি। এদিকে, ১৬ বলে ৪৩ রান করে আউট হন শাশ্বত রাওয়াত। আর এইভাবেই বিরাট রানের পাহাড়ে পৌঁছে যায় বরোদার দল।