বাংলাহান্ট ডেস্কঃ অধিবেশন চলাকালীন বিধানসভায় (assembly) আগুন। হইচই শুরু হয় গোটা বিধানসভা চত্বর জুড়ে। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার বিধানসভা কক্ষে যখন বিধান পরিষদের প্রস্তাব নিয়ে বিতর্ক চলছিল, ঠিক তখনই রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের (sadhan pandey) ঘরে এই আগুন লেগে যায়।
এই ঘটনায় বিশেষ কোন সমস্যা হওয়ার আগেই, ঘরের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। কিন্তু কিভাবে এবং কোথা থেকে ভরা বিধানসভায় এই আগুন লেগে গেল, তা খতিয়ে দেখছেন বিধানসভার বিদ্যুৎ বিভাগের পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।
বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরের পরেই রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘর। আর মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরের ঠিক পাশেই রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের ঘর। সূত্রের খবর, বিধাসভার কক্ষে যখন বাজেট অধিবেশন নিয়ে তর্জা চলছিল, ঠিক সেইসময় মন্ত্রী সাধন পাণ্ডের ঘরের বাইরে এসি মেশিনের অংশে আগুনের ফুলকি দেখা যায় এবং সেইসঙ্গে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিধানসভা চত্বর জুড়েই। সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে আসেন কেয়ারটেকার ও অন্যান্য কর্মীরা। আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আগেই বিধানসভার কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।