স্ত্রী পিয়ার প্রাক্তন অনুপমের বিয়ে! মুখ খুললেন ‘বউ চোর’ তকমা পাওয়া পরমব্রত

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে বিয়ে নিয়ে জল্পনা আলোচনা আর চরম কটাক্ষ সুর। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ট্রোলের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে গায়ক অনুপম রায়। কদিন আগেই পিয়া চক্রবর্তী যখন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন, তখন কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে।

অন্যদিকে নেটপাড়ার বেশিরভাগ মানুষই সমব্যথী হয়ে গায়ক অনুপম রায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় অনুপমের গাওয়া গানের প্রায় প্রতিটা লাইনই জুড়ে দেওয়া হয়েছিল সেই বর্তমান পরিস্থিতির সঙ্গে। মুহূর্তের মধ্যেই টলিউডের হিরোই একাংশের চোখে হয়ে পড়েছিলেন বাস্তবের ‘ভিলেন’। শুধু তাই নয়, তাঁকে দেওয়া হয়েছিল ‘বউ চোর’ তকমা।

আরোও পড়ুন : প্রেমের সামনে তুচ্ছ সবই, ধর্ম বদলে বিষ্ণুকে বিয়ে সোনমের, যাচ্ছেন রামলালার দর্শনে

অথচ কিছুদিন আগেই যখন পিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় অনুপমের তখন অনেকের সমবেদনা পেয়েছিলেন অনুপম। এবার নাকি অনুপম বিয়ে করছেন! এই বিয়ের খবর শুনে বউ পিয়া চক্রবর্তীর ‘প্রাক্তনের’ বিয়ে নিয়ে কী বলছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়?গায়কের তৃতীয় বিয়ের খবরে যেন একটু চমকেই উঠলেন অভিনেতা বন্ধু। 

আরোও পড়ুন : রাত কাটতেই শুরু দুর্যোগ! দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হল ইয়েলো অ্যালার্ট: আবহাওয়ার আগাম খবর

সংবাদমাধ্যমকে জানালেন, তিনি জানতেন না বিয়ের খবর। তবে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তিনি বললেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সবসময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশ্মিতাকে।’ সোমবার খবর এল বিয়ের পিঁড়িতে এবার বসতে চলেছেন অনুপম নিজেই।

এবারে ভালোবেসেছেন গায়িকা প্রশ্মিতা পালকে। ফের বিয়ের পিঁড়িতে বসতে খুব বেশিদিন অপেক্ষা করবেন না অনুপমও। জানা যাচ্ছে, ২ মার্চ তাঁদের নতুন সফর শুরু হচ্ছে। আপাতত ঘরোয়াভাবেই হবে বিয়ের অনুষ্ঠান। আয়োজনে কোন এলাহী ব্যবস্থা থাকবে না। খুব ধুমধাম করে নয়, কাছের মানুষ ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করতে চলেছেন তারা। 

এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম! এরই মধ্যে কার্যত কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। যদিও এসবে কান দিতে রাজি নন গায়ক। আপাতত তিনি ফের নতুন জীবনে পা বাড়ানো নিয়ে নানা পরিকল্পনা শুরু করেছেন বলে সূত্রের খবর। তবে সংবাদমাধ্যমকে অনুপম জানিয়েছেন,  ‘পরিকল্পনা ছিল না বিয়ে করার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে প্রশ্মিতা জানালেন, বিগত ১ বছর ধরেই সম্পর্কে রয়েছেন তারা দুজনে।

anupam roy

তবে এই বিষয়ে প্রশ্মিতার স্মার্টলি এও জানিয়েছেন, তাঁদের নিয়ে যে ট্রোলিং হবে, সেটা তিনি আগেই আজ করতে পেরেছিলেন। আর সেই মতো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত। অর্থাৎ তার কথায় এটা স্পষ্ট যে, কোন কটাক্ষ বা ট্রোলের শিকার হলেও তাতে মোটেও ভীতু তিনি। তার মতে, আমরা দু’জন সুখী হলে নেতিবাচক কোনও কিছু আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না।’

 


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর