SSC দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে বড় পদ, সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন বিরোধীদের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা বাংলায় 218 টি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নামের একটি তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যদপ্তর দ্বারা প্রকাশিত এই তালিকায় বহু নামকরা ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। এমনকি সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে নাম থাকা পরেশ অধিকারীকেও চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। আর স্বাস্থ্যদপ্তরের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বেশ কিছু মানুষ।

বর্তমানে যে মানুষটির বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতিতে নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তাকেই রোগী কল্যাণ সমিতিতে দায়িত্ব কি করে দেওয়া হল তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। সূত্রের খবর, কোচবিহারের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে পরেশ অধিকারীকে।

তবে শুধুমাত্র পরেশবাবু নন, অপর এক তৃণমূল নেতাকে দায়িত্ব দেওয়া নিয়েও উঠে গিয়েছে বিতর্ক। তিনি নির্মল মাজি! সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হলেও নব্য প্রকাশিত চেয়ারম্যানের তালিকায় যুক্ত করা হয়েছে তাঁর নাম। এক্ষেত্রে আমতা গ্রামীণ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে নির্মল মাজিকে।

স্বাস্থ্য দপ্তরের দাবি, ভবিষ্যতে হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করার জন্যই সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে একজন করে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে বীরভূমের দুবরাজপুর এবং নাকরাকোন্ডা গ্রামীণ হাসপাতালের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শতাব্দী রায়কে এবং অপরদিকে, বল্লভপুর গ্রামীণ হাসপাতাল এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে নলমুড়ির দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং মিমি চক্রবর্তীকে।

paresh adhikary 1

এই প্রসঙ্গে এক স্বাস্থ্য আধিকারিকের মতে, “প্রতিটি এলাকায় জনপ্রতিনিধিদের এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে  তারা হাসপাতালে পরিষেবা সম্পর্কে দেখভাল করতে পারবেন। একইসঙ্গে পরিকাঠামো উন্নতিতে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার পড়বে, সেগুলো করার মাধ্যমে আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর