বাংলাহান্ট ডেস্ক : হেরা ফেরি ৩ তে ফিরলেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। আভাস অবশ্য আগে থেকেই দিয়ে রেখেছিলেন। কিন্তু কীভাবে ফিরলেন পর্দার বাবুরাও? যাওয়ার সময় যেমন ঝড় তুলেছিলেন, তাঁর ফেরাটা অবশ্য হল নিঃশব্দেই। তবে এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক প্রিয়দর্শন।

পরেশকে (Paresh Rawal) নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, হঠাৎ করেই একদিন ফোন করে পরেশ (Paresh Rawal) বলেন, ‘স্যার আমি সিনেমাটা করছি’। স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছিলেন তিনি। তবে পরিচালক বলেন, পরেশ ক্ষমা চেয়ে জানিয়েছেন যে তাঁর কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। এমনকি ছবির ‘থ্রি মাস্কেটিয়ার্স’ই নাকি একসঙ্গে বসে সবটা মিটিয়ে নিয়েছেন বলে জানান পরিচালক।
কী বলেছিলেন অভিনেতা: এর আগে এক সাক্ষাৎকারে কামব্যাকের আভাস দিয়ে রেখেছিলেন পরেশ (Paresh Rawal)। তিনি বলেন, বিতর্ক তো কিছু ছিল না। দর্শক যখন কোনো কিছু এত ভালোবাসে তখন তাঁদের দায়িত্বও বেড়ে যায়। দর্শকদের থেকে তাঁরা এত ভালোবাসা পেয়েছেন। কাজটা আর হালকাভাবে নেওয়ার নয়। পরেশ (Paresh Rawal) বলেন, তাঁরা চেয়েছিলেন একসঙ্গে পরিশ্রম করবেন। এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে।
আরো পড়ুন : পোলট্রি ফার্মে তুলে নিয়ে গিয়ে… কসবা কাণ্ডের মাঝেই ফের গণধর্ষণ রাজ্যে! গ্রেফতার ২
কী হতে চলেছে: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও এক অনুরাগী কাতর অনুরোধ করেন পরেশকে। লেখেন, ‘স্যার একবার ভাবুন, হেরা ফেরিতে (Hera Pheri 3) ফিরে আসুন। আপনি তো এই ছবির আসল নায়ক’। উত্তরে অভিনেতা লেখেন, ‘না, হেরা ফেরিতে তিনজন নায়ক’। এরপরেই নতুন করে জল্পনা শুরু হয়। তবে কি অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে নিজেকেও যোগ করলেন পরেশ? ছবিতে ফেরার কথাই কি ভাবছেন তিনি?
আরো পড়ুন : অভিনেতার মতোই পরিণতি ম্যানেজারেরও, সুশান্তের পর দিশার মৃত্যুতেও জমা পড়ল চূড়ান্ত রিপোর্ট!
এক সাক্ষাৎকারে অক্ষয় (Hera Pheri 3) বলেছিলেন, যা কিছু হতে সকলের সামনেই হচ্ছে। অনেক আশা করে রয়েছেন তিনি। চান সবকিছু ঠিকঠাক হোক। আর তিনি নিশ্চিতভাবে বলছেন, সবকিছু ঠিক হবেই। আর এখন এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা।