‘পাইরেসি’-র জাল বিছানো সর্বত্র, সেই জালেই আটকা পড়ল রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ ও!

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবারই বড় পর্দায় মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ওই ছবি। প্রথম দিন থেকে দর্শক মহলেও বেশ ভাল সাড়া জাগিয়েছিল শুভশ্রী-ঋত্বিক অভিনীত পরিণীতা। কিন্তু শেষ রক্ষা হল না। ফাঁস হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত বহু আলোচিত ছবি ‘পরিণীতা’। ইউটিউবে ফাঁস হয়েছিল শনিবারেই। রবিবার থেকে তা মিলছে টরেন্টেও।

ইউটিউবে আপলোড করা ভার্সনটি কোনও হল থেকে মোবাইলে তোলা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ‘নতুন নাটক’ নামক এক ইউজারের প্রোফাইল থেকে আপলোড হয়েছে ছবিটি। গোটা ঘটনায় খুবই হতাশ রাজ। রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা আমারও নজরে এসেছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব টরেন্ট এবং ইউটিউব থেকে ছবিটি সরিয়ে ফেলার। সাইবার সেল বিভাগে অভিযোগ দায়ের করেছি। দেখা যাক কী হয়।”

কিন্তু মুক্তির মাত্র দু’দিন পরেই টরেন্টে চলে আসা তো নিঃসন্দেহে বাণিজ্যিক ক্ষতি! বিষয়টি মেনে নিয়ে রাজের বক্তব্য, “অবশ্যই তাই। অনেক দর্শক রয়েছেন যাঁরা হলে না গিয়ে টরেন্ট থেকে নামিয়েই ছবিটি দেখে নেবেন।” তবে এ সবের মধ্যেও আশাবাদী রাজ। বললেন,“ইউটিউবে আপলোড করা ভিডিয়োটি গুণমানের দিক দিয়ে খুবই খারাপ। যাঁরা সত্যি সিনেমা ভালবাসেন, আমার মনে হয় তাঁরা হলে গিয়েই ছবিটি দেখবেন।”

বাংলা সিনেমার বর্তমান বাণিজ্যিক অবস্থার হালহকিকত সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে রাজ জানালেন, এই হারে ছবি জাল (পাইরেসি)হলে অদূর ভবিষ্যতে বাংলা ছবির বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়বে। পাইরেসি রুখতে ইন্ডাস্ট্রির প্রত্যেকের সহযোগিতা যে প্রয়োজন তাও প্রকাশ পেল তাঁর কথায়। বললেন, “আমার ক্ষতি হচ্ছে বলে অন্য কেউ হাসবে সেটা করলে হবে না।”

পাইরেসির মতো ঘটনা অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। আইনের চোখে অপরাধ হলেও এই ঘটনা ঘটেই যাচ্ছে। টরেন্ট ভারতে নিষিদ্ধ। তা সত্ত্বেও এর ব্যবহার বেড়েই চলেছে ক্রমশ। এর আগে বলিউডে ‘উড়তা পঞ্জাব’, ‘পা’-এর মতো বেশ কিছু ছবি মুক্তির আগেই লিক হয়েছিল টরেন্টে।


সম্পর্কিত খবর