ফুলকি-গীতা সবাই ফেল, আঞ্চলিকতায় ভর করেই TRP টপার ‘পারুল’, আপ্লুত ঈশানী

বাংলাহান্ট ডেস্ক : প্রথম বার অভিনয়ে পা রেখেই কিস্তিমাত। বাঘা বাঘা সিরিয়ালকে (Serial) পেছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে উঠে এল ‘পরিণীতা’। জি বাংলা, স্টার জলসার নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ জনপ্রিয় সিরিয়াল জাস্ট পাত্তাও পেল না ‘পারুল’ এর জনপ্রিয়তার সামনে। ৭.৮ টিআরপি নিয়ে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা।

দু মাসেই দুর্দান্ত ফল পরিণীতা সিরিয়ালের (Serial)

মাত্র দু মাস হল জি বাংলায় শুরু হয়েছে পরিণীতা সিরিয়ালটি (Serial)। কলকাতার ছেলে রায়ান আর বাঁকুড়ার এক অজ গ্রাম ন্যাড়াগোয়ালের মেয়ে পারুলের টক ঝাল কাহিনিই এই সিরিয়ালের ইউএসপি। অন্যান্য মেগার মতো সাংসারিক গল্প নয়, এখানে নায়ক নায়িকা দুজনেই পড়ে ইউনিভার্সিটিতে। আর তাদের পড়ুয়া জীবনে কী কাণ্ড ঘটে সেটাই মন জয় করে নিয়েছে দর্শকদের।

Parineeta serial tops trp chart

কী বললেন পারুল: প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করতে দেখা গিয়েছে পরিণীতাকে (Serial)। তবে এবার সটান বাংলা সেরা হয়ে উচ্ছ্বসিত পারুল ওরফে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে জানালেন, সবাই খুবই খুশি। মিষ্টিমুখ হবে নিশ্চয়ই। পরক্ষণেই আবার সাবধানী পর্দার পারুল। বললেন, শুধু সাফল্যকে মনে রাখলেই হবে না। আরো পরিশ্রম করতে হবে যাতে দর্শকরা একই রকম ভাবে তাঁদের ভালোবেসে যান।

আরো পড়ুন : জোড়া বিপদে মিয়া-বিবি, ইমরান খানকে চরম সাজা শোনাল পাকিস্তানের আদালত! বিপাকে বুশরা বিবিও

প্রথমে ছিলেন চিন্তায়: এদিন আরো একটি কথা জানান ঈশানী। সিরিয়াল (Serial) শুরুর আগে নাকি মন খারাপ ছিল তাঁর। কারণ সোশ্যাল মিডিয়ার ট্রোলিং। পর্দার পারুল বলেন, তিনি ভেবেছিলেন দর্শকেরা হয়তো তাঁকে মেনেই নেবেন না। কিন্তু ধীরে ধীরে দর্শকদের মন জিততে সক্ষম হয়েছেন তিনি। পারুল চরিত্রটিকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই সঙ্গে বাকিদের পরিশ্রমও রয়েছে। সব মিলিয়ে পরিণীতা (Serial) শুরুতেই সুপারহিট।

আরো পড়ুন : ফের শক্তি বৃদ্ধি নৌবাহিনীর! ভারত-ইজরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি হবে “মারণাস্ত্র”, ভয়ে কাঁপবে শক্রদেশ

ঈশানী আরো বলেন, দর্শকরা পারুলকে ভরসা করতে শুরু করেছেন। তাই তিনি খুশি ঠিকই, তবে এটা নিয়ে মেতে থাকলে তাঁর কাজের যে ক্ষতি হবে সেটাও বুঝতে পারছেন অভিনেত্রী। তাঁর কথায়, ভালোবাসা এবং সমালোচনা দুটোই মাথা পেতে নেবেন তিনি। তবে আপাতত কাজটাই ভালো করে করতে চান অভিনেত্রী, যাতে দর্শকরা আগামীতেও পরিণীতাকে এমনি ভালোবাসা দেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর