‘ওঁর সব অঙ্গই পুরুষের মতো’, প্যারিস অলিম্পিকের বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে একহাত নিলেন কঙ্গনা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরু থেকে বিতর্কে নাম জড়িয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪-এর  (Paris Olympics 2024)। । এরই মাঝে সম্প্রতি মহিলা বক্সারদের প্রতিযোগিতায় একজন পুরুষ প্রতিযোগীকে কেন্দ্র করে উত্তাল প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)। পুরুষ বক্সার হয়ে অলিম্পিকে একজন মহিলা বক্সারের সাথে লড়াই করে বিতর্কে এখন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ (Imane Khelif)।

প্যারিস অলিম্পিক ২০২৪-এর  (Paris Olympics 2024) বিতর্কে কঙ্গনা রানাউতের মন্তব্য

তার বিরুদ্ধে মাত্র ৪৫ সেকেন্ড লড়াই করেই ম্যাচ ছেড়ে দিয়েছেন প্রতিপক্ষ অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)। তারপরেই তিনি সাফ জানিয়ে দিয়ে বলেন  প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত তিনি কোনদিন পাননি। তারপরেই বিশ্বজুড়ে এই ইমানে খালিফার বিরুদ্ধে ওঠে তুমুল সমালোচনার ঝড়। এবার এই বিতর্কিত পুরুষ বক্সারকে নিয়েই বিষয়েই একেবারে চাঁচাছোলা মন্তব্য করলেন, তারকা সংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

এই দিনের এই ঘটনায় অ্যাঞ্জেলা কারিনির পাশে দাঁড়িয়ে কঙ্গনা বার্তা দিয়েছেন, ‘এই মেয়েটিকে একজন ৭ ফুট লম্বা পুরুষের সঙ্গে লড়াই করতে হয়েছে। অলিম্পিকে (Paris Olympics 2024) অংশ নেওয়া ওই বিতর্কিত প্রতিযোগী জন্মসূত্রেই পুরুষ। যার শরীরের সমস্ত অঙ্গই পুরুষের মতো। একজন পুরুষ হয়ে ওই মহিলা বক্সারকে তিনি রিংয়ের মধ্যে জন্তুর মতো নৃশংসভাবে মারেন।’

আরও পড়ুন: জল্পনাই সত্যি! মিঠিঝোরা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে কি বললেন সিরিয়ালের নায়ক?

সেইসাথে এদিন কঙ্গনা দাবি করেন, ‘স্পষ্ট ওই মহিলা বক্সারকে খেলার অজুহাতেই শারীরিকভাবে নির্যাতনও করতে দেখা গিয়েছে তাঁকে। তবে ওঁর দাবি ও মহিলাই। তাহলেই ভাবুন, অলিম্পিকে মহিলাদের বক্সিং ম্যাচে আদতে কে জিতেছেন?’ সেইসাথে এদিন  ওই পোস্টেই কঙ্গনা আরও লিখেছেন, ‘কাল আপনার সন্তানের চাকরি বা পদক ছিনিয়ে নেওয়ার আগেই আজ প্রতিবাদ করুন। মহিলাদের খেলাকে বাঁচান।’

Imane

সেইসাথে এদিন অভিনেত্রী একহাত নিয়েছেন অলিম্পিক কমিটিকেও। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে,’অ্যাথলিটদের পাসপোর্টের ভিত্তিতেই তাঁদের লিঙ্গ এবং বয়স নির্ধারণ করা হয়। ২০২০ টোকিও অলিম্পিকেও এই নিয়মই ছিল। প্যারিসের ক্ষেত্রে সেই নিয়ম পালটানো হয়নি। যেভাবে মহিলা বক্সারদের কাঠগড়ায় তোলা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর