কর পদ্ধতিতে বড় পরিবর্তন! সংসদে পাস নতুন আয়কর বিল, কবে থেকে কার্যকর হবে?

Published on:

Published on:

Parliament passes new Income Tax Bill India 2025

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৬১ সালের আয়কর আইনকে অবশেষে বিদায় জানাল ভারত। ১২ আগস্ট রাজ্যসভায় ঐতিহাসিকভাবে পাস হল নতুন আয়কর বিল (New Income Tax Bill)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট ভাষায় জানান, এই নতুন আইনে কোনও নতুন কর হার বা স্ল্যাব যুক্ত হচ্ছে না। মূল লক্ষ্য হল করপদ্ধতিকে আরও সহজ ও সাধারণ মানুষের কাছে বোধগম্য করা।

কি কি বদল হল নতুন আয়কর বিলে (New Income Tax Bill)?

পূর্ববর্তী আয়কর আইনে ছিল ৮১৯টি সেকশন, যা কমিয়ে আনা হয়েছে ৫৩৬-এ। পুরনো আইনের ৫ লক্ষ ১২ হাজার শব্দের বদলে নতুন আইনে রয়েছে মাত্র ২ লক্ষ ৬০ হাজার শব্দ। দীর্ঘ ও জটিল প্যারাগ্রাফের বদলে যুক্ত হয়েছে ৩৯টি টেবল ও ৪০টি সূত্র, যাতে কর সংক্রান্ত হিসেব-নিকেশ দ্রুত বোঝা যায়। চ্যাপ্টারের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে, যাতে পাঠযোগ্যতা বাড়ে।

২০২৬ সালের এপ্রিল থেকে কার্যকর হবে

নতুন আয়কর আইন (New Income Tax Bill) কার্যকর হবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে। অর্থমন্ত্রীর দাবি, মাত্র ছ’মাসের মধ্যেই এই নতুন আইনের খসড়া প্রণয়ন, পর্যালোচনা ও সংশোধনের কাজ শেষ হয়েছে। ফলে করদাতারা আগেভাগেই নতুন কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন।

একই দিনে ২০২৫ সালের কর আইন (সংশোধনী)ও ধ্বনি ভোটে পাস হয়েছে। এই সংশোধনের ফলে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে কিছু প্রত্যক্ষ কর সংক্রান্ত বিশেষ ছাড় দেওয়া হবে, যা আন্তর্জাতিক বিনিয়োগের পরিবেশকে আরও শক্তিশালী করতে পারে।

Parliament passes new Income Tax Bill India 2025

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি, মন্দিরের দেওয়ালে হামলার বার্তায় কাঁপছে পুরী!

যদিও নতুন আইনে কর স্ল্যাব বা হার পরিবর্তন হয়নি, তবে অনেক করদাতার মনে প্রশ্ন রয়ে গিয়েছে, ভবিষ্যতে কি করের হার বাড়বে বা বদলাবে? আপাতত কেন্দ্রের বার্তা, এই আইন (New Income Tax Bill) সম্পূর্ণভাবে ভাষা সরলীকরণ ও আধুনিকীকরণের উদ্দেশ্যে তৈরি, করের কাঠামোতে এখনই কোনও পরিবর্তন হবে না।