বাবুউউ’র সঙ্গে ধ্যাষ্টামো! বেহায়া ইশাকে উচিত শিক্ষা দিল পর্ণা, টিভির আগেই ফাঁস বিশেষ পর্ব

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘নিম ফুলের মধু'(Neem Phuler Madhu)। টিআরপি এবং জনপ্রিয়তা এই দুই দিক দিয়েই বাজিমাত করেছে এই মেগা। নিত্যদিন কোনও না কোনও টুইস্ট এসেই চলেছে। এই যেমন এখন দত্ত বাড়িতে এসে জুটেছে ইশা। পর্ণার প্রবল আপত্তি সত্বেও তাকে বাড়িতে রেখেছে কৃষ্ণা।

যারা নিয়মিত এই সিরিয়ালটি দেখছেন তারা তো জানেনই যে, পর্ণা আর সৃজনের মধ্যে এখন চলছে মান অভিমানের পর্ব। কৃষ্ণা আর মৌমিতার উস্কানিতে পর্ণাকে প্রতিনিয়ত ভুল বুঝছে সৃজন। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে পর্নার দীর্ঘদিনের শত্রু ইশা এসে জাঁকিয়ে বসেছে দত্তবাড়িতে। পর্ণার কোম্পানি শাড়ির ব্যবসার পাশাপাশি সৃজনকেও নিজের হাতে আনতে চাইছে সে।

ইতিমধ্যেই একদিন টোস্ট আর চিজ ওমলেট বানিয়ে সৃজনকে খাওয়ানোরও চেষ্টা করেছিল। সৃজন প্রথমে খাবে বললেও, খাবার সময় তার পর্ণার কথা মনে পড়ে যায়। এরপর আর সেই খাবার মুখে তুলতে পারেনা সে। এসবের মধ্যেই সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে কার্যত চোখ ছানাবড়া হওয়ার জোগাড় সকলের।

আরও পড়ুন : ‘শেষটা ভালো হবে…’ বিশেষ বান্ধবী শ্রীতমার জন্মদিনে এ কীসের ইঙ্গিত দিলেন সোমবাবু ঋত্বিক? ছড়াল জল্পনা

নতুন এই প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ির সকলের অলক্ষে ছোট জামা পরে সৃজনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ইশা। আর তা দেখেই পর্ণার মাথার তার কেটে যায়। প্রথমে তাকে ঠান্ডা মাথায় পোশাক বদলানোর কথা বলে। তবে ইশা তো ভালো কথা শোনার মেয়ে নয়‌। আর তাতেই পর্ণার মটকা আরও গরম হয়ছ যায়।

আরও পড়ুন : অপরাজিতার নতুন সিরিয়াল এসেই কেড়ে নিল স্লট! রাতারাতি তল্পিতল্পা গোটালো স্টার জলসার এই সিরিয়াল

 

প্রথমে ইশা বলে, “কেন ভয় লাগছে? তোর বর কি আমার প্রেমে পড়ে যাবে?” এর জবাবে পর্ণা “আমি বেহায়া।” এমনকি তার দুই হাতেও এই একই কথা ছাপিয়ে দেয় সে। এর আগেও মৌমিতার বোন তিন্নি সৃজনকে হাত করার জন্য তার জন্য কমলেলেবুর রস নিয়ে খাওয়াতে চাইলে ঠিক একই কাণ্ড ঘটিয়েছিল পর্না। সেবার তিন্নির চোখে কমলালেবুর রস ছুঁড়ে মারে, আর এবার তার ইশা‌। আপাতত ইশার এই নাকানিচুবানি দেখে বেশ মজা নিচ্ছে দর্শকরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর