এবার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সারল ভারত ও ব্রিটেন! মোদীর প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) গত শনিবার নয়াদিল্লিতে G20 সম্মেলনের আবহে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেই সময়ে ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (FTA) দিকে দ্রুত কাজ করার বিষয়ে সম্মতি জানানো হয়। ওই বৈঠকের প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, ডিফেন্স টেকনোলজি, ইনোভেশনের ক্ষেত্র সহ আরও কিছু বিষয় বৈঠকের সূচিতে অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশের শিল্পই লাভবান হবে: এই প্রসঙ্গে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেন-ভারত FTA নিয়ে নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী (সুনাক) একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করার জন্য ব্রিটেনের উচ্চাকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। যা উভয় দেশের শিল্প ও শ্রমিকদের উপকৃত করবে এবং পণ্য ও পরিষেবা উভয় ক্ষেত্রেই আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে। দুই নেতা সম্মত হয়েছেন যে, মন্ত্রী এবং আলোচনাকারী দল FTA-র দিকে দ্রুত কাজ চালিয়ে যাবে।”

This time India and Britain discussed this important issue

প্রসঙ্গত উল্লেখ্য যে, শুক্রবার দিল্লি পৌঁছে সুনাক G20 সম্মেলনের প্রথম অধিবেশনের পরে প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছেন। বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে মোদী জানিয়েছেন, “দিল্লিতে G-20 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করাটা দারুণ ছিল। আমরা বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

আরও পড়ুন: অপেক্ষার অবসান! ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোরের হল শুভারম্ভ, সামিল রয়েছে ৮ টি দেশ

সুনক প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন: এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক এই বছর G20 সম্মেলনে ভারতের চমৎকার সভাপতিত্বের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রসঙ্গে এক মুখপাত্র জানিয়েছেন, “উভয় নেতাই ব্রিটেন ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ ও ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তাঁরা একমত হয়েছেন যে, অতীতের অগ্রগতির উপর ভিত্তি করে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার পাশাপাশি, অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, বাণিজ্য এবং উদ্ভাবনে আধুনিক অংশীদারিত্ব জোরদার করা গুরুত্বপূর্ণ। উভয় নেতাই বাণিজ্যিক দূতাবাস সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।”

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত! এবার এই পড়শি দেশেও দাপট দেখাবে UPI, G-20 সম্মেলনের আগেই সম্পন্ন হল ৩ টি চুক্তি

শীঘ্রই ভারতে আরেকটি সফরে আসতে পারেন সুনক: ডাউনিং স্ট্রিট এই ইঙ্গিত দিয়েছে যে, ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক শীঘ্রই ভারতে আরেকটি সফরে আসতে পারেন এবং দুই নেতা আবার দেখা করার সুযোগের অপেক্ষায় রয়েছেন বলেও জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর