বাংলাহান্ট ডেস্কঃ করোনার মাঝেই অন্য এক আতঙ্কে দিন কাটছিল গোটা বিশ্বের। অবশেষে সেই আতঙ্কের অবসান ঘটল। মলদ্বীপের কাছে ভারত মহাসাগরে (indian ocean) ভেঙে পড়ল চীনা ‘লং মার্চ ৫বি রকেট’-র অংশ (china rocket)। জানা গিয়েছে, রবিবার সকালেই এটি আতঙ্কের দিনের অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে ভেঙে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ স্টেশন বানানোর কাজে ব্রতী রয়েছে চীন (china)। সেই কারণে পৃথিবীর কক্ষপথে ‘লং মার্চ ৫বি রকেট’ উৎক্ষেপণও করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু ভাগ্য সহায় হয়নি চীনের। নিজের কাজ সম্পন্ন করলেও নিজেকে গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে আটকে রাখতে পারেনি রকেটটি, নিয়ন্ত্রণ হারিয়ে গতি নিয়ে ধেয়ে আসছিল পৃথিবীর দিকে।
এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পৃথিবীবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছিল। একদিকে করোনা আতঙ্ক, আর অন্যদিকে এই ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসা রকেটের অংশ। কখন কোথাও এবং কিভাবে পড়বে, তা বিজ্ঞানিরাও বলতে পারছিলেন না। তবে সব সংশয়য়ের অবসান ঘটিয়ে রবিবার সকালে মলদ্বীপের পশ্চিমাংশে ভারত মহাসাগরের উপর ভেঙে এই রকেটের অংশ। স্বস্তি পায় গোটা বিশ্ব।
প্রসঙ্গত, ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’ এই প্রকল্পের নিরিখে গত ২৮ শে এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল ‘লং মার্চ ৫বি রকেট’। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ পরীক্ষামূলক ভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তবে ওই চীনা রকেট নিজের কাজ সম্পন্ন করলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে আটকে রাখতে পারেনি। ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে ওঠা-নামা করছিল ওই রকেটের অংশ। আর কিছুদিনের মধ্যেই তা বায়ুমণ্ডলের মধ্যেও প্রবেশ করে যায়।