অবশেষে জামিন পেলেন পার্থ, তারপরই ছুটলেন SSKM-এ, সমস্যা বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল।অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ। আগেই পার্থর জামিনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার নিম্ন আদালত সেই নির্দেশ কার্যকর করল।

শারীরিক সমস্যা বাড়ছে পার্থর- Partha Chatterjee

জানা গিয়েছে ইডি আদালত তরফে দুটি ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করা হয়। যদিও জামিন মিললেও এখনই জেলমুক্তি হবে না পার্থর। এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত আপাতত জেলেই থাকতে হবে পার্থকে।

বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন পার্থ। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। রাতেই জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। সূত্রের খবর, এখনও এসএসকেএম-এই রয়েছেন তিনি। বর্তমানে স্থিতিশীল রয়েছেন পার্থ। রাতে কিছুটা ঘুমিয়েছেন। তবে শ্বাসকষ্টের সমস্যা পুরোপুরি কাটেনি।

partha chatterjee

জানা যাচ্ছে গতকাল যে অবস্থায় পার্থকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার থেকে অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। স্থিতিশীল রয়েছেন তিনি। বিগত আড়াই মাস ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন পার্থ। আদালতেও একাধিকবার এই ইস্যু তুলেছেন তিনি। বারংবার জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। ইতিমধ্যেই পার্থবাবুর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে।

Partha Chatterjee

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্ট যাচ্ছে রাজ্য সরকার! RG Kar কাণ্ডের বিচারে ক্ষুব্ধ মমতা 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পার্থর (Partha Chatterjee)। তড়িঘড়ি তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা হয় তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। কিছুটা স্থিতিশীল থাকলেও গতকাল আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে সরাসরি এসএসকেএমে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর