বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। ওদিকে ওই একই মামলায় গত দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ অনেকে। দীর্ঘ এই সময়ের মধ্যে জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্তরা। এবার পার্থদের জামিন মামলাতেই বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। অভিযুক্তদের জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফে। অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী তাই এরা ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আদালতে জানায় সিবিআই।
এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই। বলে, “চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা”, এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা। যারা চেয়ারে ছিল না, তারাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে, আদালতে দাবি করে সিবিআই।
সিবিআই এর দাবি, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে। যেহেতু অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট ছিল তাই এদের জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে বলে আদালতে জোর সওয়াল করে সিবিআই। এদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বারংবার সাংবিধানিক অধিকারের কথা বলা হয়। পাল্টা সিবিআই-এর বক্তব্য, যারা দুর্নীতির জেরে বঞ্চিত হয়েছে, তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কী হবে?
দু’পক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআই কে প্রশ্ন করে বলেন, “অভিযুক্তদের জামিন দিলে কি এরা আবার নিজেদের পদ ফিরে পাবেন? যদি না পান তাহলে আপনাদের ভয় কেন?” উত্তরে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন, “ভয় হল এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে। এরা সবাই প্রভাবশালী ছিলেন। পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনও সম্মতি দেয়নি সরকার।”
আরও পড়ুন: ‘বাংলার সব আদালতের বিচারপদ্ধতি ভেঙে পড়েছে’, মামলা সারানোর আর্জি জানাতেই সুপ্রিম তোপে CBI
পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী পাল্টা সিবিআই এর উদ্দেশে বলেন, “নিয়োগ দুর্নীতিকে অন্তত সারদার মতো করবেন না। সারদার তদন্ত সেই ২০১৪ থেকে করেই যাচ্ছে সিবিআই। শেষ আর হচ্ছে না।” প্রসঙ্গত, গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর থেকেই পার্থদের জামিন নিয়ে জোড়ালো জল্পনা শুরু হয়েছে নানা মহলে।