বাংলা হান্ট ডেস্কঃ মানিক, কেষ্টদের কপাল খুললেও পোড়া কপাল পার্থ (Partha Chatterjee) আর জ্যোতিপ্ৰিয়র (Jyotipriya Mallick)। এই নিয়ে তৃতীয়বার জেলেই পুজো কাটাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওদিকে গত বছর পুজোর (Durga Puja) ঠিক পরেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। জেলে এই প্রথমবার পুজো কাটাচ্ছেন তিনি। গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক। পার্থ-বালু বর্তমানে দু’জনাই রয়েছে প্রেসিডেন্সি জেলে।
পুজোর আগে একাধিকবার জামিন চেয়ে আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্ৰিয়। তবে সুরাহা হয়নি। পার্থর জামিনও আদালত মঞ্জুর করেনি। তাই এবারের পুজো জেলেই কাটবে তাদের। প্রেসিডেন্সি জেলে হওয়া দুর্গাপুজোয় অংশ নেবেন তারা। সূত্রের খবর, এদিন জেলের দুর্গাপ্রতিমায় মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।
কারারক্ষী সূত্রে খবর মানসিকভাবে ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই মা দুর্গার সামনে আর কান্না ধরে রাখতে পারেন নি। মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যাওয়ার পর পার্থর জামিন নিয়ে বেশ চর্চা চলেছিল। পার্থও ভেবেছিলেন এবার তার জামিনের শুনানিতে সাড়া মিলবে। দুর্গাপুজোয় আগেই নিজের বাড়ি ফিরে যাবেন। তবে সেসব কিছুই হয়নি। পুজোর পর পার্থর জামিন মামলার রায়দান হবে। এই সবার মধ্যে ভেঙে পড়েছেন পার্থ।
এদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়েন পার্থ। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে কারারক্ষীকে নাকি বলেন, ‘আমার মন মেজাজ কিছু ভাল নেই। আমি এবার জেলের দুর্গাপুজো দেখতে যাব না। বই পড়েই সময় কাটাব। যদি পারো কয়েকটা শারদীয়া দিয়ে যেও।’ দুঃখ প্রকাশ করে পার্থ নাকি আরও বলেন, ‘জানি না আমার ভাগ্যে আর কতদিন এই দুঃখ লেখা রয়েছে।’
প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
আরও পড়ুন: ৩,৬৫,০৫,০৯,১২,৫০০….. একদিনেই বিপুল লক্ষ্মীলাভ আদানির! ধনকুবেরদের তালিকায় কোথায় দাঁড়িয়ে আম্বানি?
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ-অর্পিতা দুজনেই। কিন্তু সুরাহা হয়নি। একাধিকবার ‘প্রভাবশালী’ তত্ত্বে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে। সম্প্রতি আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ।